Tuesday, November 4, 2025

পিৎজা ডেলিভারির টোপ! ভারতীয় পড়ুয়ার ম.র্মান্তিক পরিণতিতে প্রশ্নের মুখে কানাডা পুলিশ

Date:

কানাডায় (Canada) পিৎজা ডেলিভারি (Pizza Delivery) করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন এক ভারতীয় পড়ুয়া (Indian Student)। পুলিশ সূত্রে খবর, পড়াশোনার পাশাপাশি পিৎজা ডেলিভারির কাজ করতেন ওই পড়ুয়া। আর পিৎজা অর্ডারের নামে এবার ভারতীয় পড়ুয়াকে ডেকে খুনের অভিযোগ উঠল একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। মৃতের পরিবার সূত্রে খবর, দীর্ঘ দু’বছর কানাডায় থেকে পড়াশোনা করতেন ওই যুবক। আর পড়াশোনা শেষ করেই কানাডাতে ব্যবসার পরিকল্পনা ছিল মৃত বছর চব্বিশের পড়ুয়ার। মৃতের নাম গুরবিন্দর নাথ (Gurwinder Nath)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ জুলাই মিসিসউগার ব্রিটানিয়া এলাকায় পিৎজা ডেলিভারি করতে যান ওই যুবক। সেখানেই বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁকে বেধড়ক মারধর করে। গুরুতর জখম হন গুরবিন্দর। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ফেলে রেখেই তাঁর বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরে গুরবিন্দরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ট্রমা কেয়ারে থাকার পর গত ১৪ জুলাই তাঁর মৃত্যু হয়। তবে গুরবিন্দরের মৃত্যুর বেশ কয়েকদিন পরে ঘটনাস্থলের ৫ কিলোমিটার দূরে পাওয়া যায় তাঁর বাইকটি। পরে ঘটনার তদন্তে নেমে স্থানীয় পুলিশ জানতে পারে, সম্ভবত ইচ্ছা করেই খুন করা হয়েছে গুরবিন্দরকে। সেই জন্যই পরিকল্পনা করে পিৎজা ডেলিভারির নামে তাঁকে ঘটনাস্থলে ডেকে আনা হয়।

তবে মৃত ভারতীয় পড়ুয়ার সঙ্গে দুষ্কৃতীদের পরিচয় ছিল না বলেই অনুমান পুলিশের। পুলিশি তদন্তে আরও উঠে এসেছে, বেশ কয়েকজন দুষ্কৃতী একসঙ্গে মিলে হামলা চালিয়েছে গুরবিন্দরের উপর। তবে এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা গিয়েছে, আগামী ২৭ জুলাই ভারতে উড়িয়ে আনা হবে গুরবিন্দরের মৃতদেহ।

 

 

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version