Monday, August 25, 2025

পিৎজা ডেলিভারির টোপ! ভারতীয় পড়ুয়ার ম.র্মান্তিক পরিণতিতে প্রশ্নের মুখে কানাডা পুলিশ

Date:

কানাডায় (Canada) পিৎজা ডেলিভারি (Pizza Delivery) করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন এক ভারতীয় পড়ুয়া (Indian Student)। পুলিশ সূত্রে খবর, পড়াশোনার পাশাপাশি পিৎজা ডেলিভারির কাজ করতেন ওই পড়ুয়া। আর পিৎজা অর্ডারের নামে এবার ভারতীয় পড়ুয়াকে ডেকে খুনের অভিযোগ উঠল একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। মৃতের পরিবার সূত্রে খবর, দীর্ঘ দু’বছর কানাডায় থেকে পড়াশোনা করতেন ওই যুবক। আর পড়াশোনা শেষ করেই কানাডাতে ব্যবসার পরিকল্পনা ছিল মৃত বছর চব্বিশের পড়ুয়ার। মৃতের নাম গুরবিন্দর নাথ (Gurwinder Nath)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ জুলাই মিসিসউগার ব্রিটানিয়া এলাকায় পিৎজা ডেলিভারি করতে যান ওই যুবক। সেখানেই বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁকে বেধড়ক মারধর করে। গুরুতর জখম হন গুরবিন্দর। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ফেলে রেখেই তাঁর বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরে গুরবিন্দরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ট্রমা কেয়ারে থাকার পর গত ১৪ জুলাই তাঁর মৃত্যু হয়। তবে গুরবিন্দরের মৃত্যুর বেশ কয়েকদিন পরে ঘটনাস্থলের ৫ কিলোমিটার দূরে পাওয়া যায় তাঁর বাইকটি। পরে ঘটনার তদন্তে নেমে স্থানীয় পুলিশ জানতে পারে, সম্ভবত ইচ্ছা করেই খুন করা হয়েছে গুরবিন্দরকে। সেই জন্যই পরিকল্পনা করে পিৎজা ডেলিভারির নামে তাঁকে ঘটনাস্থলে ডেকে আনা হয়।

তবে মৃত ভারতীয় পড়ুয়ার সঙ্গে দুষ্কৃতীদের পরিচয় ছিল না বলেই অনুমান পুলিশের। পুলিশি তদন্তে আরও উঠে এসেছে, বেশ কয়েকজন দুষ্কৃতী একসঙ্গে মিলে হামলা চালিয়েছে গুরবিন্দরের উপর। তবে এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা গিয়েছে, আগামী ২৭ জুলাই ভারতে উড়িয়ে আনা হবে গুরবিন্দরের মৃতদেহ।

 

 

Related articles

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version