Thursday, August 28, 2025

আগামী বছর কেন্দ্রের লোকসভা নির্বাচন(Loksava Election)। তার আগে মানুষের মনে ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে উদ্যোগী মোদি সরকার(Modi Govt)। সেই লক্ষ্যেই করোনাকাল থেকে দফায় দফায় সুদের হার কমানোর পর অবশেষে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-র সুদের হার কিছুটা হলেও বাড়ানোর সিদ্ধান্ত নিল মোদি সরকার। সুদ বাড়লো ০.৫ শতাংশ। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ২০২২-২৩ আর্থিক বছরের জন্য EPF অ্যাকাউন্টের জন্য সুদের হার ৮.১০ শতাংশের পরিবর্তে দেওয়া হবে ৮.১৫ শতাংশ করে।

২০২২-২৩ অর্থ বছরের জন্য এই সুদ বাড়ানোর সিদ্ধান্তে সোমবারই ছাড়পত্র দিয়েছে ইপিএফ। সংস্থার তরফে জানানো হয়েছে, গত আর্থিক বছরে আমানতের উপরে ৮.১৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে। ইপিএফ কর্তৃপক্ষ(EPFO) তাদের সমস্ত শাখা অফিসকে জানিয়েছে, ৮.১৫ শতাংশ হারে সুদ আমানতকারীদের অ্যাকাউন্টে ক্রেডিট করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত সরকার ১৯৫২ এর কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড স্কিমের প্যারা ৬০(১) এর অধীনে এই সুদ বাড়ানোর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইপিএফ(EPF)  স্কিমের প্রতিটি সদস্যকে এবার থেকে এই হারে সুদ দিতে হবে। তবে সুদ বাড়ানোর সিদ্ধান্ত নিলেও গত কয়েক বছরে যেভাবে দফায় দফায় সুদ কমিয়েছে কেন্দ্রের মোদি সরকার। তার তুলনায় এই সুদ বৃদ্ধি অত্যন্ত সামান্যই বলে দাবি করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞেরা। অবশ্য রাজনৈতিক মহলের দাবি, আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে মানুষের মন জয়ে সচেষ্ট মোদি সরকার। তাই চেনা অঙ্কে এখন থেকেই জনদরদী ভূমিকা নিয়েছেন তিনি।

উল্লেখ্য, আগে ২০১৮-১৯ সালে ইপিএফ-এর সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ। পরিসংখ্যান বলছে, এরপর থেকে কোভিড কালে দফায় দফায় সুদ কমিয়ে তা নামিয়ে আনা হয়। ২০২১-২২ অর্থবর্ষে এই সুদ একেবারে নামিয়ে আনা হয় ৮.১ শতাংশে। সেখান থেকেই এবার ভোটের আগে সাধারণ মানুষকে কাছে টানতে সুদ বাড়ানোর সিদ্ধান্ত নিল মোদি সরকার।

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...
Exit mobile version