Sunday, May 4, 2025

রাজ্যে আরও ১০ দিন কেন্দ্রীয় বাহিনী! গ.ণ্ডগোল হলেই দ্রুত পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের    

Date:

আগামী ১০ দিন রাজ্যে থাকুক কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সোমবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এমনটাই জানালেন কেন্দ্রের আইনজীবী। সোমবার কলকাতা হাইকোর্টে ছিল পঞ্চায়েত মামলার (Panchayat Case) শুনানি। এদিন সওয়াল জবাব চলাকালীন কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আরও ১০ দিন রাখার আবেদন জানান। তারই পরিপ্রেক্ষিতে সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চের সাফ নির্দেশ, আগামী ১০ দিনে রাজ্যের কোথাও কোনও অশান্তি হলে সেখানে কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হবে।

যেহেতু এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) পর আরও ১০দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। সোমবারই সেই সময়সীমা শেষ হচ্ছে। ইতিমধ্যে রাজ্য থেকে বাহিনী প্রত্যাহারের কাজও শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ, এখন কোথায় বাহিনী যাবে, তা ঠিক করবে নির্বাচন কমিশন ও রাজ্য। এদিন মামলাকারীর তরফে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল আদালতে সওয়াল করেন। ওই আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চ জানায়, ভোটের ফল প্রকাশের পরে প্রথম ১০ দিনের জন্য কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। আরও রাখতে হলে কেন্দ্রের মতামত নিতে হবে। কেন্দ্র আরও ১০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত আদালতকে জানিয়েছে। এরপরই কেন্দ্রের তরফেও জানিয়ে দেওয়া হয়, বাহিনী রাজ্যে আরও বেশ কয়েকদিন রাখতে কোনও অসুবিধা নেই।

তবে এদিন শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, মানুষকে হত্যা করা হচ্ছে। এটা গুরুতর অভিযোগ। এ বিষয়ে কিছু করা প্রয়োজন। এরপরই আগামী বৃহস্পতিবারের মধ্যে সমস্ত অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। ডিভিশন বেঞ্চ জানায়, কমিশনের তথ্য অনুযায়ী, ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হয়েছে। কিন্তু তা নিয়ে এখনই কোনও নির্দেশ দিচ্ছে না আদালত। সমস্ত অভিযোগ এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পরবর্তী নির্দেশ দেওয়া হবে।

 

 

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version