Monday, December 8, 2025

গুরুত্ব হারাতে পারে আইসিএসই, ২০২৫ থেকেই নতুন নিয়মের ইঙ্গিত বোর্ডের প্রধান সচিবের

Date:

Share post:

গুরুত্ব হারাতে পারে ‘কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগ্‌জামিনেশন’  (সিআইএসসিই)-র দশম শ্রেণির পরীক্ষা অর্থাৎ আইসিএসই! সব ঠিকঠাক থাকলে আগামী বছর থেকেই দ্বাদশ শ্রেণির আগে বোর্ডের এই পরীক্ষা আর দিতে হবে না পড়ুয়াদের। সিআইএসসিই বোর্ডের প্রধান সচিব জেরি অ্যারাথুন এই কথা জানিয়েছেন।তিনি বলেন, ২০২৪ সালে সিআইএসসিই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা অর্থাৎ আইসিএসই হবে। তবে ২০২৫ সাল থেকে এই দশম শ্রেণির পরীক্ষা আর হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। ওই পরীক্ষা আদৌ হবে কি না, সেই সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।

জাতীয় শিক্ষানীতি (এনইপি) চালু করা নিয়ে সিআইএসসিই বোর্ডের অধীনে থাকা স্কুলগুলির প্রধান শিক্ষকদের একটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাঁচ দিন ধরে চলবে এই প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণ শিবিরেই আইসিএসই পরীক্ষা নিয়ে এই ইঙ্গিত দিয়েছেন জেরি। তিনি জানিয়েছেন, ২০২৫ সাল থেকে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা তুলে দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে শুধুমাত্র বার্ষিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণিতে উঠবে পড়ুয়ারা। দ্বাদশ শ্রেণিতে প্রথম বোর্ড পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। যেমন, এখন সিবিএসই বোর্ডে হয়ে থাকে।

জেরি আরও জানান, সিআইএসসিই বোর্ডের অধীনে স্কুলগুলিতে জাতীয় শিক্ষানীতি চালু হয়ে গিয়েছে।সেই কারণে ২০২৪ সালে দশম শ্রেণির এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় মূল্যায়নে পরিবর্তন করা হচ্ছে। প্রশ্নপত্রেও বেশ কিছু পরিবর্তন করা হবে। আগামী বছর থেকে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রতিটি বিষয়ের প্রশ্নপত্রে ‘ক্রিটিক্যাল থিঙ্কিং’-এর প্রশ্নে ১০ নম্বর থাকবে।যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

 

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...