Monday, November 10, 2025

‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘দুয়ারে সরকার’ অন্য রাজ্য নকল করছে, এটা গর্বের: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘দুয়ারে সরকার’ সব রাজ্য নকল করছে। ভালো জিনিস সবাই নকল করে। সোমবার, ধনধান্য স্টেডিয়ামে মহানায়ক উত্তমকুমারের (Uttam Kumar) ৪৩তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কন্যাশ্রী একদিন বিশ্বশ্রী হবে, মেঘাশ্রী, যুবশ্রী একদিন বিশ্বশ্রী হবে- আশা মুখ্যমন্ত্রীর।

মমতা বন্দ্যোপাধ্যায়ের জানান, রাজ্য সরকারের উন্নয়ন মূলক প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘দুয়ারে সরকার’ অন্যান্য রাজ্য সরকার নকল করছে। মুখ্যমন্ত্রীর কথায়, ভালো জিনিসই নকল হয়। এতে আমরা গর্বিত।

এদিন বাংলা ছবির জগতের আটজন বিশিষ্ট পরিচালক, অভিনেতা, অভিনেত্রীকে ‘মহানায়ক’ পুরস্কার দেওয়া হয়। হরনাথ চক্রবর্তী, কোয়েল মল্লিক, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকারের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সরকারের তরফে সব সময়ই নবীন প্রজন্মকে উৎসাহ দেওয়া হয়। কারণ, তাঁরাই দেশকে এগিয়ে নিয়ে যান। মমতা জানান, ২৪ অগাস্ট টেলি অ্যাকাডেমি সম্মান প্রদান অনুষ্ঠান হবে।

উত্তমকুমারের স্মরণে মমতা স্মৃতির পাতা ওল্টান। বলেন, একদিন তিনি মায়ের সঙ্গে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন মাকে নিয়ে দাঁড়িয়েছিলেন। তখন কয়েকজন বলতে বলতে যাচ্ছিল, উত্তমকুমার মারা গিয়েছেন। অত্যন্ত দুঃখ পেয়েছিলেন সেদিন। এর পরেই তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে কটাক্ষ করেন মমতা। বলেন, রবীন্দ্রসদনে উত্তমকুমারের দেহ রাখার অনুমতি দেয়নি তৎকালীন সরকার। মুখ্যমন্ত্রীর কথায়, উত্তমকুমারকে কেউ মহানায়ক করেনি। তিনি নিজের প্রতিভার গুণে ‘মহানয়ক’ হন। মানুষ তাঁকে এই সম্মান দিয়েছিল। যাঁরা পেলেন ‘মহানায়ক’ সম্মান পেলেন, তাঁদের কাছ এটা গর্বের বলে মত মমতার।

 

 

spot_img

Related articles

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...