Saturday, August 23, 2025

‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘দুয়ারে সরকার’ অন্য রাজ্য নকল করছে, এটা গর্বের: মুখ্যমন্ত্রী

Date:

‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘দুয়ারে সরকার’ সব রাজ্য নকল করছে। ভালো জিনিস সবাই নকল করে। সোমবার, ধনধান্য স্টেডিয়ামে মহানায়ক উত্তমকুমারের (Uttam Kumar) ৪৩তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কন্যাশ্রী একদিন বিশ্বশ্রী হবে, মেঘাশ্রী, যুবশ্রী একদিন বিশ্বশ্রী হবে- আশা মুখ্যমন্ত্রীর।

মমতা বন্দ্যোপাধ্যায়ের জানান, রাজ্য সরকারের উন্নয়ন মূলক প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘দুয়ারে সরকার’ অন্যান্য রাজ্য সরকার নকল করছে। মুখ্যমন্ত্রীর কথায়, ভালো জিনিসই নকল হয়। এতে আমরা গর্বিত।

এদিন বাংলা ছবির জগতের আটজন বিশিষ্ট পরিচালক, অভিনেতা, অভিনেত্রীকে ‘মহানায়ক’ পুরস্কার দেওয়া হয়। হরনাথ চক্রবর্তী, কোয়েল মল্লিক, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকারের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সরকারের তরফে সব সময়ই নবীন প্রজন্মকে উৎসাহ দেওয়া হয়। কারণ, তাঁরাই দেশকে এগিয়ে নিয়ে যান। মমতা জানান, ২৪ অগাস্ট টেলি অ্যাকাডেমি সম্মান প্রদান অনুষ্ঠান হবে।

উত্তমকুমারের স্মরণে মমতা স্মৃতির পাতা ওল্টান। বলেন, একদিন তিনি মায়ের সঙ্গে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন মাকে নিয়ে দাঁড়িয়েছিলেন। তখন কয়েকজন বলতে বলতে যাচ্ছিল, উত্তমকুমার মারা গিয়েছেন। অত্যন্ত দুঃখ পেয়েছিলেন সেদিন। এর পরেই তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে কটাক্ষ করেন মমতা। বলেন, রবীন্দ্রসদনে উত্তমকুমারের দেহ রাখার অনুমতি দেয়নি তৎকালীন সরকার। মুখ্যমন্ত্রীর কথায়, উত্তমকুমারকে কেউ মহানায়ক করেনি। তিনি নিজের প্রতিভার গুণে ‘মহানয়ক’ হন। মানুষ তাঁকে এই সম্মান দিয়েছিল। যাঁরা পেলেন ‘মহানায়ক’ সম্মান পেলেন, তাঁদের কাছ এটা গর্বের বলে মত মমতার।

 

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version