Sunday, May 4, 2025

একুশের বিধানসভা ভোটের মতোই তেইশে পঞ্চায়েত নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির। এমনকী, নিজেদের স্বঘোষিত গড়েও মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির। যার দায় রাজ্য নেতৃত্ব এড়াতে পারে না। গঠনমূলক কোনও সমালোচনা নেই, নেই উন্নয়নের কথা, সুকান্ত মজুমদার-শুভেন্দু অধিকারীরা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করেন। বিজেপি নেতাদের সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত তৃণমূল ও রাজ্য সরকারের বিরুদ্ধে কুৎসা, মিথ্যাচার ধরে ফেলেছে মানুষ। পঞ্চায়েতে ব্যালট বক্সেই তার জবাব পেয়েছে বিজেপি।

আরও পড়ুন:মণিপুর ইস্যুতে আলোচনার হতে পারে বিধানসভার বাদল অধিবেশনে, বিরোধীদের অনুপস্থিতিতে রু.ষ্ট অধ্যক্ষ

তাই নিজেদের ব্যর্থতা ঢাকতে প্রথমে সন্ত্রাস তত্ত্ব খাড়া করেছিলেন রাজ্য বিজেপি নেতারা। কিন্তু সন্ত্রাস তত্ত্বে চিঁড়ে ভেজেনি কেন্দ্রীয় নেতাদের কাছে। তাই পঞ্চায়েত নির্বাচনে বিপর্যয়ের দায় ঝেড়ে ফেলতে নয়া তত্ত্ব খাড়া করল বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। মণ্ডল সভাপতিদের “গদ্দার” সাজিয়ে রাজ্যের গেরুয়া শিবিরের মাথাদের মূল্যায়ন, তৃণমূলের সঙ্গে আড়ালে নিচুতলার একাংশের যোগসাজশের জেরেই ভরাডুবি। শুধুমাত্র দায় চাপানো নয়, এই তত্ত্ব প্রতিষ্ঠিত করতে মণ্ডল সভাপতিদের ছেঁটে ফেলার কাজও তাঁরা শুরু করে দিয়েছেন পুরোদমে।

সুকান্ত-শুভেন্দুরা নিজেদের চেয়ার বাঁচাতে এতটাই মরিয়া যে, কোপ পড়ছে তাঁদের উপরেই। সিদ্ধান্ত হয়েছে ৬০ শতাংশের বেশি মণ্ডলের শীর্ষ নেতাকে সরিয়ে বর্ধিত জেলা কমিটি গড়ে পুনর্বাসন দেওয়া হবে। বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের এহেন সিদ্ধান্তে ক্ষুব্ধ দলের একাংশ। এ প্রসঙ্গে দলের এক নেতা বলেন, “বারের পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অজুহাতকে পাত্তা দেয়নি কেন্দ্রীয় নেতৃত্ব। অগত্যা নিরুপায় হয়ে রাজ্য ইউনিটের ক্ষমতাশীল গোষ্ঠীকে বিকল্প যুক্তি খাড়া করতে হচ্ছে। সেই সূত্রেই মণ্ডল সভাপতিরা সফ্ট টার্গেট।”

জানা গিয়েছে, বঙ্গ বিজেপিতে এই মুহূর্তে ১৩০৭টি মণ্ডল রয়েছে। এর মধ্যে প্রায় ৮০০ মণ্ডল সভাপতি বদল করতে হবে ১ আগস্টের মধ্যে। ইতিমধ্যে ৩৯০ জন মণ্ডল সভাপতি পরিবর্তন করা হয়েছে।

Related articles

অবশ্যই যেতে হবে: দিলীপের পথে জগন্নাথ মন্দিরের প্রশংসায় আরও এক বিজেপি সাংসদ

বাংলায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) প্রতিষ্ঠা নিয়ে রাজনীতির খেলায় বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের সেই মন্দির প্রতিষ্ঠায় যাওয়া নিয়েও...

মোদির অচ্ছে দিন! মানবাধিকারের প্রশ্নে রাষ্ট্রসঙ্ঘে মুখ পুড়ছে ভারতের

মোদির(Narendra Modi) আচ্ছে দিনে বিশ্বমঞ্চে চরম লজ্জার সম্মুখীন ভারত(India)। স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের আন্তর্জাতিক মান পতনের মুখে...

সাসপেন্ড সামসেরগঞ্জ থানার অপসারিত ওসি-সহ ২ পুলিশ আধিকারিক

মুর্শিদাবাদের ওয়াকফ বিরোধী (Protest against WAQF ammendment act) অশান্তির সময়ে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ (Shiboprasad Ghosh)...

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...
Exit mobile version