লেক কালীবাড়ি দেখে মুগ্ধ জিটিএ চেয়ারম্যান, দার্জিলিংয়েও মায়ের মন্দির গড়তে চান অনীত

প্রায় এক ঘন্টা দক্ষিণ কলকাতার লেক কালীবাড়ি ঘুরে দেখেন অনীত থাপা। মন্দিরে পুজোও দেন তিনি। গর্ভগৃহে প্রবেশ করার পাশাপাশি ঘুরে দেখেন নির্মীয়মান অংশও

সদ্যসমাপ্ত পঞ্চায়েত ভোটে পাহাড়ে দুর্দান্ত সফলতা পেয়েছেন। গত সপ্তাহে তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চেও ছিলেন তিনি। রেখেছিলেন বক্তব্য। এবার কলকাতা ছাড়ার আগে বিখ্যাত লেক কালীবাড়ি ঘুরে গেলেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যানডমিনিস্ট্রেশনের বা জিটিএ প্রধান অনীত থাপা। শুধু মন্দির ঘুরে দেখাই নয়, পাহাড়েও লেক কালীবাড়ির আদলে মন্দির তৈরির ইচ্ছা প্রকাশ করলেন তিনি।

প্রায় এক ঘন্টা দক্ষিণ কলকাতার লেক কালীবাড়ি ঘুরে দেখেন অনীত থাপা। মন্দিরে পুজোও দেন তিনি। গর্ভগৃহে প্রবেশ করার পাশাপাশি ঘুরে দেখেন নির্মীয়মান অংশও। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে একপ্রস্থ কথাও বলতে দেখা জিটিএ চেয়ারম্যানকে।

লেক কালী বাড়িতে ঘোরার পর অনীত থাপা উপস্থিত সংবাদমাধ্যমকে বলেন, “এই প্রথমবার লেক কালীবাড়িতে এলাম। গুরুজির সঙ্গে একবার দেখা হয়েছিল। আমন্ত্রণ জানিয়েছিলেন। বলেছিলেন আশীর্বাদ নিয়ে যেতে। সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আশীর্বাদ তো প্রয়োজন তার জন্য। কলকাতার জন্য লেক কালীবাড়ি একটা সম্পদ। গুরুজির সঙ্গে কথা বলছিলাম, দার্জিলিংয়েও মায়ের মন্দির হওয়া দরকার। দার্জিলিংবাসীও আশীর্বাদ নিতে পারবেন।”

Previous articleঅভিনেতার জন্মদিন পালন করতে গিয়ে বিদ্যু.ৎস্পৃষ্ঠ! ক্ষতিপূরণের আশ্বাস দক্ষিণী তারকার
Next articleজেল থেকে ছাড়া পেয়েই স্ত্রীকে খু*ন, ছেলে কোলে থানায় আসামের যুবক