Saturday, August 23, 2025

মঙ্গলবার বিকালে হয়ে গেল কলকাতায় ডুরান্ড কাপের উদ্বোধন, ট্রফি উন্মোচনে ছিল অভিনবত্ব

Date:

মঙ্গলবার বিকালে হয়ে গেল কলকাতায় ডুরান্ড কাপের উদ্বোধন। ডুরান্ড কাপের জমকালো ট্রফি উন্মোচন হল ব্রিগেড ময়দানে। এশিয়ার সব থেকে প্রাচীন এই ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ছিল চমক। অভিনবত্ব দেখাল প্রতিযোগিতার আয়োজক ভারতীয় সেনাবাহিনী। কলকাতা শহরের সব থেকে উঁচু বহুতল ৪২ বিল্ডিংয়ের ৬৫ তলা থেকে প্যারাশুট নিয়ে বেস জাম্প দিলেন দুই সেনাকর্তা।

খারাপ আবহাওয়ার কারণে প্রথমে বেস জাম্প স্থগিত রেখে আগে ট্রফি উন্মোচনের অনুষ্ঠান হয় ময়দানের ব্রিগেড গ্রাউন্ডে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর পি কলিতা ট্রফি উন্মোচন করেন। সেই সময়ই বেস জাম্পের পরিকল্পনা ছিল। কিন্তু প্রবল বৃষ্টির কারণে তা পিছিয়ে দেওয়া হয়। পরে আবহাওয়ার উন্নতি হলে শহরের সব থেকে উঁচু বহুতলের ৬৫ তলা থেকে প্যারাশুটের মাধ্যমে বেস জাম্প দেন অবসরপ্রাপ্ত দুই সেনাকর্তা গ্রুপ ক্যাপ্টেন কমল সিং ওবের এবং লেফটেন্যান্ট কর্নেল সত্যেন্দ্র ভার্মা।

ট্রফি উন্মোচন করে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “এবার ডুরান্ড কাপের ম্যাচ কলকাতা ময়দানে মোহনবাগান, ইস্টবেঙ্গল মাঠেও হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছেন। রাজ্য সরকার গত তিন বছর ধরে সেনাবাহিনীর সঙ্গে মিলে টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে সবরকমভাবে সাহায্য করে আসছে। এবারও টুর্নামেন্ট আরও আকর্ষণীয় হবে।” উল্লেখ্য, ৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ২৪টি দলকে নিয়ে চলবে এবারের ডুরান্ড কাপ।

আরও পড়ুন:বড় শাস্তি পেলেন হরমনপ্রীত, নির্বাসিত দুটি ম‍্যাচ

Related articles

অভিষেকেই বাজিমাতের লক্ষ্যে ডুরান্ড ফাইনালে যুবভারতীজুড়ে DHFC উন্মাদনা

ডুরান্ড ফাইনালে হিরক দ্যুতির ছটা দেখার আশায় শনিবারের সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন জুড়ে শুধুই DHFC সমর্থকদের উন্মাদনা। কেউ...

আর জি কর মামলা: সুদীপ্ত রায়ের বাড়িতে CBI তল্লাশি

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (R G Kar Madical College And Hospital) আর্থিক নয়ছয়ের তদন্তে শ্রীরামপুরের তৃণমূল...

বাংলার ‘ফাইল’ খুলতে এসে খুলে গেল বিবেকের জ্ঞান: জানেন না অবনীন্দ্রনাথের নাম!

তাঁর যত কাজ সবই বিজেপি বিরোধী রাজ্যগুলিকে টার্গেট করে। রাজ্যগুলিকে বদনাম করতে বিজেপির তালিমে তিনি পারদর্শী হয়েছেন যথেষ্ট।...

ক্ষমা চাইলেন ‘ধূমকেতু’ পরিচালক, নচিকেতাকে খোলা চিঠি কৌশিকের

'ধূমকেতু' (Dhumketu)সাফল্য উপভোগের মাঝেই হঠাৎ করে নিজের করা কাজের জন্য ক্ষমা চাইলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। 'স্মৃতি...
Exit mobile version