Thursday, August 21, 2025

ইসরোর (ISRO) মুকুটে নয়া পালক! চাঁদের আরও কাছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3), ধীরে ধীরে চূড়ান্ত সাফল্যের দিকে এগিয়ে চলেছে ভারতের মহাকাশযান (Indian Spaceship)। পৃথিবীর চূড়ান্ত কক্ষপথ পেরিয়ে ফেলার কৌশল পর্ব সম্পন্ন। এই নিয়ে ২৫ জুলাই ইসরো একটি টুইট করেছে। সেখানে বলা হয়েছে, আর্থ-বাউন্ড পেরিজি ফায়ারিং অর্থাৎ অরবিট-রেইজিং ম্যানুভারও (orbit raising maneuver)অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে পেরেছে ‘ইসরো’ (ISRO)। যার সহজ মানে করলে দাঁড়ায় এটি পৃথিবীর আওতার একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছে। চাঁদের মাটিতে ভারতের পা রাখার আরও এক স্বপ্নপূরণের হাতছানি আরও কাছে এসে গেল। আপাতত চন্দ্রযান-৩ (Chandrayaan 3) ঘিরে আশায় বুক বাঁধছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা।

এবার লক্ষ্য ১২ লক্ষ ৭ হাজার ৬০৯ কিমি/২৩৬ কিমি কক্ষপথ। এখানে চন্দ্রযান-৩- কে যেতে ট্রান্সলুনার ইঞ্জেকশন (TLI) ধাপ পেরোতে হবে। আগামী মঙ্গলবার অর্থাৎ ১ অগস্ট রাত ১২টা থেকে ১টার মধ্যে এই লঞ্চ হবে। এটা হল পৃথিবীর ট্র্যাজেক্টরি থেকে চাঁদের ট্র্যাজেক্টরিতে যাওয়া। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন চন্দ্রযান-৩ বহনকারী স্পেসক্র্যাফ্ট সাফল্যের সঙ্গে লঞ্চ করতে পেরেছে। এটিই ভারতের হেভিয়েস্ট জিএসএলভি। গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে দুপুর ২ টো ৩৫ মিনিটে এর সফল উৎক্ষেপণ হয়। চন্দ্রযানের পেলোড ফেয়ারিংকে জিওসিঙ্ক্রোনাস লঞ্চ ভেহিকেল মার্ক থ্রি-র সঙ্গে জুড়ে দিয়েছিল ISRO। ভারতের সবচেয়ে ভারী রকেটের সঙ্গে পেলোড ফেয়ারিংয়ের জুড়ে দেওয়ার কাজটি শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারেই হয়েছিল। চারটি আলাদা আলাদা ধাপ পার করতে ৪ কৌশলকে সঙ্গে নিয়ে এগিয়েছে চন্দ্রযান-৩। প্রথমটি ১৫ জুলাই, পরেরটি ১৬ জুলাই, তারপরেরটি ১৮ জুলাই ও সবশেষে ২০ জুলাই পার করার কথা ছিল। এদিকে, ইসরো এদিন জানিয়েছে পৃথিবীর চূড়ান্ত কক্ষপথের ধাপটি পার করে গিয়েছে চন্দ্রযান-৩।

 

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version