Sunday, November 16, 2025

মণিপুর নিয়ে পথে নামছে মহিলা তৃণমূল কংগ্রেস, একমাস ব্যাপী মিছিল-জনসভার ঘোষণা

Date:

মণিপুরে লাগাতার হিংসা ও নারী নির্যাতনের প্রতিবাদে পথ নামছে মহিলা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার, বিধানসভায় এক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তাঁর কথায়, মণিপুরের (Manipur) ঘটনায় নিন্দা জানানোর ভাষা নেই। প্রতিবাদে আগামী এক মাস পশ্চিমবঙ্গ মহিলা তৃণমূল রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবে।

চন্দ্রিমা জানান, দক্ষিণ কলকাতা মহিলা তৃণমূলের কর্মসূচি দিয়ে প্রতিবাদ কর্মসূচি শুরু হবে। এর পর অন্যান্য জেলায় প্রতিবাদ মিছিল হবে। ইতিমধ্যে সব জেলার মহিলা সভানেত্রীদের নির্দেশ পাঠিয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস। চন্দ্রিমা বলেন, ‘‘মণিপুরে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় সারা দেশ স্তম্ভিত। প্রায় তিন মাস হল মণিপুর অশান্ত রয়েছে, আগুন জ্বলছে। এমন ঘটনার পর দেশের প্রধানমন্ত্রী চুপ করেছিলেন। আমরা সেই ঘটনার বিরুদ্ধে দেশ জুড়ে সরব হয়েছি। লোকসভা এবং রাজ্যসভায় আমাদের সাংসদেরা সরব হয়েছেন। এ বার আমরা রাজ্য জুড়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হব।’’

মণিপুরের ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছেন তৃণমূল সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে এক প্রতিনিধিদল মণিপুর গিয়ে সেখানকার পরিস্থিতি দেখে এসেছে। I.N.D.I.A.-র তরফ থেকে মুখ্যমন্ত্রীদের প্রতিনিধিদলে যেতে মণিপুর যেতে চান মমতা। সেই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

 

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version