Thursday, August 21, 2025

সমীক্ষার কাজ চললে বড় ক্ষতির আ.শঙ্কা! জ্ঞানবাপীকাণ্ডে ASI-র ভূমিকা নিয়ে আদালতে প্রশ্ন মসজিদ কমিটির

Date:

জ্ঞানবাপী মসজিদে (Gyanvapi) আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই (ASI) সমীক্ষার কাজ চালালে প্রাচীন ওই সৌধের বড়সড় ক্ষতির আশঙ্কা রয়েছে। বুধবার এলাহবাদ হাইকোর্টে (Allahabad High Court) এমনই আশঙ্কার কথা জানাল মসজিদ কমিটি (Mosque Committee)। তবে এদিন কমিটির আশঙ্কার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সাফ জানিয়েছে, আপনারা যদি এএসআই-এর বিশেষজ্ঞদের উপরেও আস্থা রাখতে না পারেন, সেক্ষেত্রে আর কিছুই বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে, বুধবারই সুপ্রিম কোর্টের (Supreme Court of India) প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ নতুন করে মসজিদ কমিটির স্পেশাল লিভ পিটিশনের (Special Leave Petition) শুনানিতে সম্মতি দিয়েছে।

মসজিদ কমিটির আইনজীবী হাজেফা আহমদির আবেদন মেনে গত সোমবার বারাণসী জেলা আদালদতের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্টের এই বেঞ্চ। বুধবার বিকেল ৫টা পর্যন্ত জ্ঞানবাপী চত্বরে সমস্ত সমীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ওই সময়সীমার মধ্যে বারাণসী জেলা আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এলাবাবাদ হাই কোর্টে যেতে পারে মসজিদ কমিটি। আর তারপরই হাইকোর্টের দ্বারস্থ হয় কমিটি। শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনেই মঙ্গলবার এএসআই-এর সমীক্ষা বন্ধের দাবিতে এলাহাবাদ হাই কোর্টে আবেদন জানিয়েছিল মসজিদ কমিটি।

বুধবার মুসলিমপক্ষের আইনজীবী বলেন, এএসআই সমীক্ষা চালালে হাজার বছরের পুরনো এই ঐতিহাসিক স্থাপত্য ভেঙে পড়তে পারে। তবে এর আগে সোমবার শীর্ষ আদালতে এএসআই স্পষ্ট জানিয়ে দেয়, কোনও খননকাজ না করে তারা সমীক্ষা চালাতে সক্ষম। এর ফলে মসজিদের বিন্দুমাত্র ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। গত ২১ জুলাই এএসআই-কে জ্ঞানবাপী চত্বরে বৈজ্ঞানিক সমীক্ষার’ নির্দেশ দিয়েছিল বারাণসী জেলা আদালত।

 

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version