“কতবার ভেবেছিনু…”, ত*প্ত বিধানসভায় মুগ্ধতা ছড়াল বাবুলের রবীন্দ্র সঙ্গীত!

বিরোধীদের হট্টগোল বিধানসভা অধিবেশনের সুর কাটলেও, বাবুলের রবীন্দ্র সঙ্গীতের সুরে আবার স্বাভাবিক হয় কক্ষ। বিধানসভা অধিবেশনে গান গেয়ে মাতালেন রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় ।

অগ্নিগর্ভ মণিপুর নিয়ে সংসদে সুর চড়াচ্ছে বিরোধী শিবির, ঠিক তখন রাজ্য বিধানসভায় বাংলার নারী নির্যাতন নিয়ে প্রবল বিক্ষোভ প্রদর্শন করলেন বিজেপি বিধায়করা। তুমুল হট্টগোলের পাশাপাশি দৃষ্টি আকর্ষণ প্রস্তাব আনে বিজেপি। যদিও তা পড়তে দেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাতে হট্টগোল আরও বেড়ে যায়। মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিরোধীরা।

বিজেপি বিধায়কদের আচরণে অসন্তুষ্ট স্পিকার বলেন, “বিরোধীরা চিঠি ধরিয়ে দিয়ে চলে যাবেন। তারপর বলবেন আলোচনা চাই। এভাবে বিধানসভা চলতে পারে না। আমার টেবিলে এসে চিঠি দিয়ে গেলেই হয় না। নিয়মাবলী অনুসরণ করলে আমরা চিন্তাভাবনা কর‍তে পারি।”

বিরোধীদের হট্টগোল বিধানসভা অধিবেশনের সুর কাটলেও, বাবুলের রবীন্দ্র সঙ্গীতের সুরে আবার স্বাভাবিক হয় কক্ষ। বিধানসভা অধিবেশনে গান গেয়ে মাতালেন রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন স্পিকারের অনুরোধেই গান গাইলেন বাবুল। “কতবার ভেবেছিনু…”, গানটি পরিবেশন করেন বাবুল। যা শুনে সকলের মুগ্ধতা প্রকাশ করেন।

এরপর কারগিল দিবসে শহিদদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী। শত তর্ক-বিতর্কের মাঝে মন্ত্রীর গানে বিধানসভার উত্তপ্ত পরিবেশটা কিছুটা হলেও হালকা হয়ে যায় এদিন।