Monday, August 25, 2025

আর ডলার নির্ভরতা নয়, রুপিতেই ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য

Date:

আন্তর্জাতিক বাণিজ্যে(International Business) লেনদেনের ক্ষেত্রে সাধারণত ব্যবহৃত হয় মার্কিন ডলার। তবে বিশ্ব বাণিজ্যে মার্কিন নির্ভরতা কমাতে বড় পদক্ষেপ নিল ভারত সরকার। দীর্ঘ আলোচনার পর বাংলাদেশের(Bangladesh) সঙ্গে মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হল ভারতীয় মুদ্রা বা রুপির(Indian Rupess) বিনিময়ে পণ্য রফতানি। ভারত(India) ও বাংলাদেশের(Bangladesh) অর্থনীতির জন্য এ যে এক ঐতিহাসিক পদক্ষেপ তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দু’দেশের মধ্যে ডলারের বিনিময়েই আমদানি-রফতানি চলত। এদিন কেবলমাত্র ভারত থেকে রফতানির ক্ষেত্রে রুপির ব্যবহার করা হয়। মঙ্গলবার বিকেলে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে চারটি ট্রাক পরীক্ষামূলকভাবে রফতানি করা হল। এ প্রসঙ্গে কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অনিলকুমার সিং বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যের সম্পর্ক দীর্ঘদিনের। সেখানে ব্যবসায়িক ক্ষেত্রে ডলার ব্যবহার করা হতো। ডলারের ক্ষেত্রে সমস্যা দেখা গিয়েছিল বাংলাদেশে। সেকথা ভেবে রফতানিতে ডলারের পাশাপাশি ব্যবহার হবে রুপিও। পেট্রাপোল স্থলবন্দরের শুল্ক দফতরের ক্লিয়ারিং এজেন্ট সংস্থার সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, প্রথম দিনেই ভারতীয় মুদ্রায় ১ কোটি ২৩ লক্ষ টাকার টাটা মোটর্সের যন্ত্রাংশ বাংলাদেশে রফতানি করা হল। ডলারের অপ্রতুলতার কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা কমে গিয়েছিল। রুপিতে রফতানির ফলে দুই দেশের বাণিজ্য এখন থেকে ফের চাঙ্গা হবে। পাশাপাশি এই পদক্ষেপে ভারত ও বাংলাদেশ দুই দেশই অর্থনৈতিক দিক থেকে উপকৃত হবে।

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version