Friday, November 28, 2025

মণিপুর ইস্যুতে সোমবার বিধানসভায় নি.ন্দা প্রস্তাব আনবে তৃণমূল, থাকবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মণিপুর ইস্যুতে আগামী সোমবার বিধানসভায় নিন্দা প্রস্তাব পেশ করবে তৃণমূল (TMC)। সেদিনের অধিবেশনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মণিপুরে লাগাতার হিংসা ও নারী নির্যাতনের ঘটনা নিয়ে সরব তৃণমূল। বিধানসভার (Assembly) বাদল অধিবেশনের আগেই এই ইস্যুতে নিন্দা প্রস্তাব আনার কথা বলেছিল রাজ্যের শাসকদল। বুধবার, সেই বিষয়েই সিদ্ধান্ত নেওয়া হয়।

মণিপুর (Manipur) কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। সংসদে বিরোধীদের তীব্র আক্রমণের মুখে মোদি সরকার। কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও এনেছে বিরোধী জোট I.N.D.I.A.। এই পরিস্থিতিতে এবার রাজ্য বিধানসভাতেও মণিপুরের ঘটনা নিয়ে নিন্দা প্রস্তাব আনছে তৃণমূল। আগামী সোমবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এই প্রস্তাব আনা হবে বলে বিধানসভা সূত্রে খবর। মুখ্যমন্ত্রী যেমন এই নিন্দা প্রস্তাবের আলোচনায় অংশগ্রহণ করবেন, একই ভাবে বিরোধী বিজেপি বিধায়কেরাও আলোচনায় অংশ নেবেন বলে জানা গিয়েছে।

এদিন মালদহের ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন। মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়ে অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান BJP বিধায়ক অগ্নিমিত্রা পাল, শ্রীরূপা চৌধুরীরা। তবে, মণিপুরের নারকীয় ঘটনা নিয়ে নীরব বিজেপি। গত তিন মাস ধরে অশান্ত মণিপুর। অন্তত ৫০ হাজার মানুষ ঘর ছাড়া। দুই মহিলাকে নগ্ন করে ঘোরানো ও গণধর্ষণ করা হয়। তার বাইরেও অনেক এই ধরনের ঘটনা ঘটছে মণিপুরে। আসলে বিজেপি শাসিত মণিপুরে আইনশৃঙ্খলা ব্যবস্থাই ভেঙে পড়েছে। সেখানে শান্তি ফেরাতে ব্যর্থ মোদি সরকার। সেই বিষয়গুলিকে সামনে রেখেই নিন্দা প্রস্তাব আনবে তৃণমূল। এখন সেই অধিবেশন থেকেও বিজেপি ওয়াক আউট করে কি না সেটাই দেখার।

 

 

 

spot_img

Related articles

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...