Friday, August 22, 2025

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং-এর (Yuvraj Singh) পরিবারকে ব্ল্যাকমেল করার চেষ্টা এক মহিলার। ক্রিকেটারের পরিবারের অভিযোগ যুবরাজ মা শবনম সিং -কে (Shabnam Singh)মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন হেমা কৌশিক ওরফে ডিম্পি নামের এক মহিলা। যুবরাজের ভাই জরোয়ার সিং মানসিক ভাবে অসুস্থ, তাঁকে দেখভালের জন্য গত বছর ওই মহিলাকে আনা হয়। যুবরাজের মা বলছেন দিন কুড়ির মধ্যেই অভিযুক্ত মহিলাকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি খারাপ আচরণ করছিলেন বলেই সিং পরিবার থেকে তাঁকে বরখাস্ত করা হয়। এই বছর মে মাস থেকে যুবরাজের মাকে ব্ল্যাকমেল করতে শুরু করেন ডিম্পি। টাকা চাওয়ার পাশাপাশি ভারতীয় ক্রিকেটারের (Indian Cricketer)পরিবারকে মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দেন তিনি।

২০ ওভারের ম্যাচ হোক বা ৫০ ওভারের, এক দিনের বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন যুবরাজ। শুধু বাঁ হাতে ব্যাটের দাপট দেখানোই নয় পাশাপাশি বল করে উইকেট দখল করতেও দেখা গেছে তাঁকে। খেলার মাঠ থেকে মারণ রোগের থাবায় সরতে হয়েছিল। কিন্তু যুদ্ধ জয় করে ফের ব্যাট ধরেছেন। আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket)থেকে অবসর নিলেও এই বছর আমেরিকায় টি-টেন লিগে তাঁকে খেলতে দেখা যেতে পারে। পাশাপাশি নিউ জার্সি লেজেন্ডসের হয়ে খেলার কথা যুবরাজের। তারকার পরিবারকে এভাবে হেনস্থা করার ঘটনার অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। যুবরাজের মা জানান, বিতারিত মহিলা পরিচারিকা ডিম্পি তাঁকে ফোন করে ৪০ লক্ষ টাকা দাবি করেন । এরপর শবনম বলেন, অত টাকা দেওয়া সম্ভব নয়। তখন ঠিক হয় পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে ডিম্পিকে। সোমবার সেই টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু পরে সেটা মঙ্গলবার দেওয়ার কথা বলে তিনি পুলিশের কাছে যান। এরপরই রীতিমতো ফাঁদ পেতে গুরগাঁও থেকে হেমা কৌশিক ওরফে ডিম্পি নামের এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে তিনি দক্ষিণ দিল্লির মালব্য গ্রামের নীতেশ কৌশিকের স্ত্রী। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

 

 

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version