Monday, November 10, 2025

মোদি রাজত্বে সুরক্ষিত নয় মহিলারা, স্বীকার খোদ কেন্দ্রীয় মন্ত্রীর

Date:

নরেন্দ্র মোদি সরকারের আমলে দেশজুড়ে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা কয়েক গুণ বেড়েছে। শুধুমাত্র গত এক বছরে এই বৃদ্ধির হার ১৫.৩ শতাংশ। আরও বিস্ময়কর, এই অভিযোগ বিরোধীদের অভিযোগ, বরং বলছে খোদ মোদি সরকারই। মণিপুরে মহিলাদের বিবস্ত্র করে প্রকাশ্য রাস্তায় ঘোরানোর মতো অসম্মানজনক ঘটনার আবহে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, গত পাঁচ বছরে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা বেড়েছে নাকি কমেছে? মোদি সরকারের কাছে লিখিতভাবে এর উত্তর জানতে চেয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। জবাবে স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় কুমার মিশ্র জানিয়েছেন, মহিলাদের উপর অত্যাচারের ঘটনা আগের চেয়ে বেড়েছে। ২০১৭ সালে প্রতি লক্ষে গড়ে ৫৭ জন মহিলা অত্যাচারিত হতেন। সরকারি রিপোর্ট বলছে, ২০২১ সালে তা বেড়ে হয়েছে ৬৪।

তবে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা কমাতে কেন্দ্রীয় সরকার উদ্যোগী বলেই জানিয়েছেন মন্ত্রী। স্মার্ট পুলিশিং ব্যবস্থায় প্রাথমিক পর্যায়ে কলকাতা, দিল্লি, লখনউ, আমেদাবাদ সহ ৮টি বড় শহরকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া মহিলাদের ওপর অত্যাচারের ঘটনার বিচার দ্রুত গতিতে করার জন্য সরকার আইনও এনেছে বলেও উল্লেখ করেছেন মন্ত্রী।

মন্ত্রীর এমন দাবির পর, জহর সরকার বলেন, “মহিলাদের নিরাপত্তা নিয়ে মোদি সরকার যদি এতই চিন্তিত হয়, তাহলে মণিপুরের ঘটনার পরেও মোদি কেন চুপ?”

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version