Thursday, November 6, 2025

দেশী-বিদেশী পর্যটকের সংখ্যা বিপুল হারে বেড়েছে বাংলায়: বিধানসভায় জানালেন মন্ত্রী বাবুল

Date:

বারবার রাজ্যের পর্যটন শিল্পের উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarejee)। তাঁর পরিকল্পনা ও উদ্যোগেই নতুন নতুন পর্যটনস্থল গড়ে উঠেছে বাংলা। হোম স্টের মাধ্যমে হাল ফিরছে অর্থনীতির। তার পর্যটকদের আগামনেও। রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির মানোন্নয়ন এবং পর্যটন নিয়ে লাগাতার প্রচারের ফলে বাংলায় বিপুল হারে বেড়েছে দেশী-বিদেশী পর্যটকের সংখ্যা। বৃহস্পতিবার, বিধানসভার প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এদিন মন্ত্রী জানান, অন্যান্য রাজ্যের পর্যটকের পাশাপাশি ভিনদেশী পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। চলতি অর্থবছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত রাজ্যে ৬ কোটি ৭৭ লক্ষ পর্যটক এসেছেন। এর মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যা ১১ লক্ষ ৬১ হাজার। বাবুল জানান, বিদেশি পর্যটকের সমাগমের নিরিখে দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে বাংলা। পর্যটনকেন্দ্রে স্থানীয় পর্যটকে সমাগমের নিরিখে দেশের মধ্যে রাজ্যের স্থান ষষ্ঠ।

পর্যটন মন্ত্রী বলেন, রাজ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। যেখানে পর্যটকরা যেতে পারে। কিন্তু প্রচারের অভাবে সেই সব জায়গা সম্পর্কে মানুষ জানতে পারেন না। বর্তমানে এই নিয়ে প্রচার অনেকে বেড়েছে। পর্যটকদের সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে অনেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্যে নানা স্বল্প পরিচিত পর্যটন কেন্দ্রে হোম স্টে তৈরি করে রাজ্য অভূতপূর্ব সাফল্য পেয়েছে। ইতিমধ্যে রাজ্যে ২,২৪৭ টি হোম স্ট্রে তৈরি হয়েছে। হোম স্ট্রে-তে রাজ্য সরকার ১ লক্ষ টাকা করে ভর্তূকি দেওয়া হচ্ছে। এবাবদ রাজ্য সরকার ১০ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যায় করেছে। পর্যটকদের সুবিধার জন্য ৭০ টি পথসাথী তৈরি করা হয়েছে বলে মন্ত্রী জানান।

বারবারই রাজ্যের পর্যটন শিল্পে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। পর্যটন কেন্দ্রে হোম স্টে তৈরির ক্ষেত্রে সরকারি সহায়তার ব্যবস্থা করেছেন তিনি। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ মুখ্যমন্ত্রীর উদ্যোগে তৈরি হয়েছে নতুন নতুন পর্যটনস্থল। আর তার জেরেই লাভের মুখ দেখছে পর্যটন শিল্প।

 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version