Wednesday, November 12, 2025

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে, বিমান ভাড়া বেড়ে তিনগুন

Date:

Share post:

চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। আর এই হাইভোল্টেজ টুর্নামেন্টে সবার নজর ১৫ অক্টোবরের দিকেই। নিরাপত্তার কারণে সেই দিন বদল না হলে আপাতত ওই দিনই একদিনের বিশ্বকাপের ম‍্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। এই ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। ১৫ অক্টোবর গুজরাতের আহমেদাবাদে এই হাইভোল্টেজ ম্যাচের দিন বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেটপ্রেমীরা আসবেন ম‍্যাচ দেখতে। আর জানা যাচ্ছে, সেই কারণে ম্যাচের আগের দিন অর্থাৎ, ১৪ অক্টোবর বিমান ভাড়া অন্য দিনের তুলনায় বেড়ে প্রায় তিন গুণ। যতদিন এগোচ্ছে তত বাড়ছে বিমানের ভাড়া।

জানা যাচ্ছে, অন‍্যদিন কলকাতা থেকে আহমেদাবাদ যেতে বিমান ভাড়া যাত্রী প্রতি থাকে ৭ হাজার টাকার আশপাশে। অথচ সেই ভাড়াই ১৪ অক্টোবর যাত্রী প্রতি বেড়ে হয়েছে ২৩ থেকে ২৭ হাজার টাকায়। প্রায় সব বিমানসংস্থার ভাড়াই কাছাকাছি। অর্থাৎ, ১৪ অক্টোবর আহমেদাবাদ যেতে গেলে অন্য দিনের তুলনায় বিমান ভাড়া বেড়ে হয়েছে তিন গুণ। একই অবস্থা দিল্লি থেকে আহমেদাবাদ এবং মুম্বই থেকে আহমেদাবাদ যাওয়ার ক্ষেত্রেও। দিল্লি থেকে আহমেদাবাদে যেতে বিমান ভাড়া যাত্রী প্রতি ৫ হাজার টাকার একটু কম। সেখানে ভারত-পাক ম্যাচের আগের দিন বিমান ভাড়া যাত্রী প্রতি ১৭ থেকে ১৮ হাজার টাকার মধ্যে। মুম্বই থেকে সরাসরি আহমেদাবাদের বিমান ভাড়া ৪ হাজার টাকার আশপাশে। সেই ভাড়াই ম্যাচের দিন যাত্রী প্রতি ১২ থেকে ১৪ হাজার টাকা।

এদিকে নবরাত্রির উৎসবের জন‍্য নিরাপত্তার কারণে ভারত-পাকিস্তান ম্যাচের দিন বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। নবরাত্রির কারণে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের দিন পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা থেকে শুরু করে ক্রিকেটার ও দর্শকদের নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। সেই কারণে ভারতের বিভিন্ন নিরাপত্তা সংস্থা  ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছে অন্য কোনও দিন এই ম্যাচ আয়োজন করতে। এই নিয়ে বোর্ডের এককর্তা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “আমাদের কাছে যে বিকল্প রয়েছে তা আলোচনা করে দেখা হচ্ছে এবং দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। নিরাপত্তা সংস্থার তরফে আমাদের জানানো হয়েছে, ভারত-পাকিস্তানের মতো হাই প্রোফাইল ম্যাচে আহমেদাবাদে দেশ-বিদেশ থেকে হাজার হাজার সমর্থক আসবেন। নবরাত্রির কারণে ওই সময়ে সেই ম্যাচ আয়োজনে সমস্যা হতে পারে।”

আরও পড়ুন:বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের গ্রুপে কাতার-কুয়েত, এশিয়ান গেমসেও সহজ গ্রুপে টিম ইন্ডিয়া

 

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...