Thursday, January 15, 2026

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে, বিমান ভাড়া বেড়ে তিনগুন

Date:

Share post:

চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। আর এই হাইভোল্টেজ টুর্নামেন্টে সবার নজর ১৫ অক্টোবরের দিকেই। নিরাপত্তার কারণে সেই দিন বদল না হলে আপাতত ওই দিনই একদিনের বিশ্বকাপের ম‍্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। এই ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। ১৫ অক্টোবর গুজরাতের আহমেদাবাদে এই হাইভোল্টেজ ম্যাচের দিন বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেটপ্রেমীরা আসবেন ম‍্যাচ দেখতে। আর জানা যাচ্ছে, সেই কারণে ম্যাচের আগের দিন অর্থাৎ, ১৪ অক্টোবর বিমান ভাড়া অন্য দিনের তুলনায় বেড়ে প্রায় তিন গুণ। যতদিন এগোচ্ছে তত বাড়ছে বিমানের ভাড়া।

জানা যাচ্ছে, অন‍্যদিন কলকাতা থেকে আহমেদাবাদ যেতে বিমান ভাড়া যাত্রী প্রতি থাকে ৭ হাজার টাকার আশপাশে। অথচ সেই ভাড়াই ১৪ অক্টোবর যাত্রী প্রতি বেড়ে হয়েছে ২৩ থেকে ২৭ হাজার টাকায়। প্রায় সব বিমানসংস্থার ভাড়াই কাছাকাছি। অর্থাৎ, ১৪ অক্টোবর আহমেদাবাদ যেতে গেলে অন্য দিনের তুলনায় বিমান ভাড়া বেড়ে হয়েছে তিন গুণ। একই অবস্থা দিল্লি থেকে আহমেদাবাদ এবং মুম্বই থেকে আহমেদাবাদ যাওয়ার ক্ষেত্রেও। দিল্লি থেকে আহমেদাবাদে যেতে বিমান ভাড়া যাত্রী প্রতি ৫ হাজার টাকার একটু কম। সেখানে ভারত-পাক ম্যাচের আগের দিন বিমান ভাড়া যাত্রী প্রতি ১৭ থেকে ১৮ হাজার টাকার মধ্যে। মুম্বই থেকে সরাসরি আহমেদাবাদের বিমান ভাড়া ৪ হাজার টাকার আশপাশে। সেই ভাড়াই ম্যাচের দিন যাত্রী প্রতি ১২ থেকে ১৪ হাজার টাকা।

এদিকে নবরাত্রির উৎসবের জন‍্য নিরাপত্তার কারণে ভারত-পাকিস্তান ম্যাচের দিন বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। নবরাত্রির কারণে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের দিন পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা থেকে শুরু করে ক্রিকেটার ও দর্শকদের নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। সেই কারণে ভারতের বিভিন্ন নিরাপত্তা সংস্থা  ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছে অন্য কোনও দিন এই ম্যাচ আয়োজন করতে। এই নিয়ে বোর্ডের এককর্তা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “আমাদের কাছে যে বিকল্প রয়েছে তা আলোচনা করে দেখা হচ্ছে এবং দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। নিরাপত্তা সংস্থার তরফে আমাদের জানানো হয়েছে, ভারত-পাকিস্তানের মতো হাই প্রোফাইল ম্যাচে আহমেদাবাদে দেশ-বিদেশ থেকে হাজার হাজার সমর্থক আসবেন। নবরাত্রির কারণে ওই সময়ে সেই ম্যাচ আয়োজনে সমস্যা হতে পারে।”

আরও পড়ুন:বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের গ্রুপে কাতার-কুয়েত, এশিয়ান গেমসেও সহজ গ্রুপে টিম ইন্ডিয়া

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...