হজ যাত্রা থেকে না ফেরার দেশে ১১৭ জন বাংলাদেশী!

তাঁদের নিয়ে ২ জুলাই প্রথম বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। বৃহস্পতিবার পর্যন্ত সব মিলিয়ে ২৬০টি বিমানে ফিরে এসেছেন ৯৮ হাজার ৭৪৬ জন হজযাত্রী।

সৌদি আরবে হজ যাত্রায় (Hajj Yatra)গিয়ে আর ফেরা হল না à§§à§§à§­ জন বাংলাদেশী নাগরিকের। চলতি বছর à§§ লাখ ২২ হাজার ৮৮৪ জন বাংলাদেশি (Citizen’s of Bangladesh) হজযাত্রায় গিয়েছিলেন। যে à§§à§§à§­ জন মারা গেছেন তাঁদের মধ্যে ৯১ জন পুরুষ এবং ২৬ জন মহিলা রয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিন দিয়ে জানিয়েছে যে, মক্কায় ৯৫, মদিনায় ৮, মিনায় ৯, আরাফাতে ২, জেদ্দায় ২ এবং মুজদালিফায় ১ জন হজযাত্রীর (Hajj Pilgrims)মৃত্যু হয়েছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত ৯৮ হাজার ৭৪৬ জন হজযাত্রী বাংলাদেশে ফিরতে পেরেছেন। মোট ৩২৫টি বিমানে হজ যাত্রীরা সৌদি আরবে গিয়েছিলেন। তাঁদের নিয়ে ২ জুলাই প্রথম বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। বৃহস্পতিবার পর্যন্ত সব মিলিয়ে ২৬০টি বিমানে ফিরে এসেছেন ৯৮ হাজার ৭৪৬ জন হজযাত্রী।