মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো এবং গণধর্ষণের ঘটনায় আরও এক জনকে গ্রেফতার করা হল। অত্যাচারের ভিডিয়ো যিনি তুলেছিলেন, বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রের খবর, ধৃতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন:মণিপুরে ভাইরাল ভিডিওকাণ্ডের তদন্তে সিবিআই, মামলার শুনানি ভিনরাজ্যে করার উদ্যোগ


গত ৪ মে ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয় বলে অভিযোগ। গণধর্ষণ করা হয় বলেও দাবি। কিছু দিন আগে ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়। মোদি সরকারের বিরুদ্ধে ধিক্কার ওঠে। সরব হয় বিরোধীরাও। এর আগে এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করা হয়। এবার যে ভিডিয়োটি তুলেছে তাকে গ্রেফতার করা হল ।
