Wednesday, November 12, 2025

নির্যাতিতা নাবালিকার পরিচয় ফাঁস! রাহুলের বিরুদ্ধে আদালতে শিশু কমিশনের

Date:

Share post:

দলিত নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় ওই নাবালিকার পরিচয় প্রকাশ্যে আনার মতো গুরুতর অভিযোগ উঠল কংগ্রেসের(Congress) প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর(Rahul Gandhi) বিরুদ্ধে। এই ঘটনায় রাহুলের বিরুদ্ধে এফআইআর(FIR) দায়ের হওয়া উচিত বলে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টকে(Delhi High Court) জানালো জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন(NCPCR)। নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি সঞ্জীব নরুলার বেঞ্চে হলফনামা জমা দিয়েছে কমিশন। সেখানেই রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে জানানো হয়েছে, এই ঘটনায় নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করার জন্য রাহুলের বিরুদ্ধে এফআইআর করা উচিত।

২০২১ সালের জুলাই মাসে দিল্লিতে ৯ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। এরপর রাহুল গান্ধী নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পরে তাঁদের সঙ্গে সাক্ষাতের এক ভিডিয়ো প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার জেরে রাহুলের বিরুদ্ধে পকসো আইন ভাঙার অভিযোগ তোলে কেন্দ্রীয় সরকারের সংস্থা জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। তাদের তরফে আদালতকে জানানো হয়, রাহুল নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় তার পরিচিতি প্রকাশ হয়ে গিয়েছে। এই ইস্যুতেই এবার আদালতে রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানালো শিশু সুরক্ষা কমিশন।

প্রসঙ্গত, ২০২১ সালে ওই ঘটনার পরেই টুইটারকে চিঠি দিয়েছিল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। এর পরই রাহুলের অ্যাকাউন্ট ব্লক করে টুইটার। ফেসবুককেও এই মর্মে চিঠি দেয় কমিশন। জানায়, রাহুলের ইনস্টাগ্রাম প্রোফাইলের মাধ্যমে সামনে আসছে নির্যাতিতার পরিচয়। এ বার সরাসরি রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়েরের সুপারিশ করা হল কমিশনের তরফে।

spot_img

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...