Thursday, December 4, 2025

নির্যাতিতা নাবালিকার পরিচয় ফাঁস! রাহুলের বিরুদ্ধে আদালতে শিশু কমিশনের

Date:

Share post:

দলিত নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় ওই নাবালিকার পরিচয় প্রকাশ্যে আনার মতো গুরুতর অভিযোগ উঠল কংগ্রেসের(Congress) প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর(Rahul Gandhi) বিরুদ্ধে। এই ঘটনায় রাহুলের বিরুদ্ধে এফআইআর(FIR) দায়ের হওয়া উচিত বলে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টকে(Delhi High Court) জানালো জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন(NCPCR)। নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি সঞ্জীব নরুলার বেঞ্চে হলফনামা জমা দিয়েছে কমিশন। সেখানেই রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে জানানো হয়েছে, এই ঘটনায় নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করার জন্য রাহুলের বিরুদ্ধে এফআইআর করা উচিত।

২০২১ সালের জুলাই মাসে দিল্লিতে ৯ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। এরপর রাহুল গান্ধী নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পরে তাঁদের সঙ্গে সাক্ষাতের এক ভিডিয়ো প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার জেরে রাহুলের বিরুদ্ধে পকসো আইন ভাঙার অভিযোগ তোলে কেন্দ্রীয় সরকারের সংস্থা জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। তাদের তরফে আদালতকে জানানো হয়, রাহুল নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় তার পরিচিতি প্রকাশ হয়ে গিয়েছে। এই ইস্যুতেই এবার আদালতে রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানালো শিশু সুরক্ষা কমিশন।

প্রসঙ্গত, ২০২১ সালে ওই ঘটনার পরেই টুইটারকে চিঠি দিয়েছিল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। এর পরই রাহুলের অ্যাকাউন্ট ব্লক করে টুইটার। ফেসবুককেও এই মর্মে চিঠি দেয় কমিশন। জানায়, রাহুলের ইনস্টাগ্রাম প্রোফাইলের মাধ্যমে সামনে আসছে নির্যাতিতার পরিচয়। এ বার সরাসরি রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়েরের সুপারিশ করা হল কমিশনের তরফে।

spot_img

Related articles

বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানার ২২ জায়গায় বেআইনি অস্ত্র পাচারের অভিযোগে NIA-র তল্লাশি

বিহারের একাধিক জায়গায় উত্তরপ্রদেশ থেকে বেআইনি অস্ত্র এবং কার্তুজ পাচার করা হচ্ছে এবং এই নিয়ে চলতি বছরের শুরুতে...

কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল, বাংলার বকেয়ার দাবিতে সংসদ চত্বরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ

বছরের পর বছর বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার, সংসদে শীতকালীন অধিবেশন শুরু হতেই কেন্দ্রীয়...

বিজেপি উস্কানিতে বাংলায় ধর্মীয় বিভাজনের রাজনীতি, হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল

বাংলার বুকে বাবরি মসজিদের নামে ধর্মীয় সুড়সুড়ানি কেন? মন্দির-মসজিদ বা যেকোনও ধর্মস্থান হতেই পারে, তা বলে বিতর্কিত বাবরি...

অপারেশনাল সমস্যায় জর্জরিত ইন্ডিগো, সমন পাঠালো DGCA 

দেশজুড়ে ব্যাহত ইন্ডিগো বিমান (Indigo Airlines) পরিষেবা, ভোগান্তি বাড়ছে যাত্রীদের। মঙ্গল এবং বুধের পর বৃহস্পতিতেও ছবিটা বদলালো না।...