দলিত নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় ওই নাবালিকার পরিচয় প্রকাশ্যে আনার মতো গুরুতর অভিযোগ উঠল কংগ্রেসের(Congress) প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর(Rahul Gandhi) বিরুদ্ধে। এই ঘটনায় রাহুলের বিরুদ্ধে এফআইআর(FIR) দায়ের হওয়া উচিত বলে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টকে(Delhi High Court) জানালো জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন(NCPCR)। নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি সঞ্জীব নরুলার বেঞ্চে হলফনামা জমা দিয়েছে কমিশন। সেখানেই রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে জানানো হয়েছে, এই ঘটনায় নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করার জন্য রাহুলের বিরুদ্ধে এফআইআর করা উচিত।

২০২১ সালের জুলাই মাসে দিল্লিতে ৯ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। এরপর রাহুল গান্ধী নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পরে তাঁদের সঙ্গে সাক্ষাতের এক ভিডিয়ো প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার জেরে রাহুলের বিরুদ্ধে পকসো আইন ভাঙার অভিযোগ তোলে কেন্দ্রীয় সরকারের সংস্থা জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। তাদের তরফে আদালতকে জানানো হয়, রাহুল নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় তার পরিচিতি প্রকাশ হয়ে গিয়েছে। এই ইস্যুতেই এবার আদালতে রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানালো শিশু সুরক্ষা কমিশন।

প্রসঙ্গত, ২০২১ সালে ওই ঘটনার পরেই টুইটারকে চিঠি দিয়েছিল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। এর পরই রাহুলের অ্যাকাউন্ট ব্লক করে টুইটার। ফেসবুককেও এই মর্মে চিঠি দেয় কমিশন। জানায়, রাহুলের ইনস্টাগ্রাম প্রোফাইলের মাধ্যমে সামনে আসছে নির্যাতিতার পরিচয়। এ বার সরাসরি রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়েরের সুপারিশ করা হল কমিশনের তরফে।
