Thursday, November 6, 2025

১২ আগস্ট মরশুমের প্রথম ডার্বি, কীভাবে কাটবেন টিকিট? রইল আপডেট

Date:

১২ আগস্ট মরশুমের প্রথম ডার্বি। ডুরান্ড কাপে ১২ আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি-মোহনবাগান সুপার জায়ান্ট। স্বাধীনতা দিবসের আগেই কলকাতা ডার্বি দেখতে পাবেন ফ্যানরা। তবে কবে কীভাবে পাওয়া যাবে এই ম্যাচের টিকিট? রইল তারই বিবরণ।

শুক্রবার দুপুর তিনটে থেকে পাওয়া যাবে ডার্বি ম্যাচের টিকিট। অনলাইন অ‍্যাপ বুক মাই শোতে পাওয়া যাবে এই টিকিট। এর আগে সিজন টিকিট বিক্রি করা শুরু হয়ে গিয়েছিল। আর এবার ম্যাচ হিসেবে টিকিট কাটা যাবে। শুধুমাত্র ডার্বি নয়, প্রিয় দলের যে কোনও ম্যাচের টিকিটই কাটতে পারবেন সমর্থকরা। বাঙালির কাছে ডার্বি মানেই বিরাট একটা উৎসব। এই ম্যাচ ঘিরেই দুই ভাগে ভাগ হয় বাংলা। ইস্ট-মোহনের লড়াই ঘিরে আবেগ, উদ্দীপনা, উন্মদনা ফুটবলপ্রেমী বাঙালিকে জড়িয়ে রাখে। ৩ আগস্ট থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। এই বছরের টুর্নামেন্টে শুধু ভারত নয়, প্রতিবেশি দেশ নেপাল, ভুটান ও বাংলাদেশে।

ডুরান্ড কাপের উব্দোধনেও চমক দেখা গিয়েছে কলকাতায়। ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে কলকাতাতেই। তবে ডার্বি হবে যুবভারতিতে। এছাড়াও ম্যাচ হবে গুয়াহাটিতেও। ইস্টবেঙ্গল, মোহনবাগান ছাড়াও কলকাতার তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিংও প্রতি বছরের মতো এই বছরেও অংশ নেবে ডুরান্ড কাপে। তবে শুধু বাংলার তিন বড় ক্লাব নয়, বাকি দলগুলির মধ্যে রয়েছে বেঙ্গালুরু এফসি, মুম্বই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স, জামশেদপুর এফসি, ওড়িশা এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড, হায়দরাবাদ এফসি, চেন্নাইয়ান এফসি, রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি, এফসি গোয়া, গোকুলম কেরল এফসি, রাজস্থান ইউনাইটেড, শিলং লাজং, দিল্লি এফসি, বোড়োল্যান্ড এফসি, ইন্ডিয়ান আর্মি ফুটবল টিম, ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিম, ইন্ডিয়ান নেভি ফুটবল টিম। এছাড়াও রয়েছে বাংলাদেশ সার্ভিসেস, ভুটান সার্ভিসেস এবং নেপাল সার্ভিসেস। মোট ২৪টি দলকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের ডুরান্ড কাপ।

এদিকে ১৫ আগস্ট এএফসি কাপের ম্যাচে খেলার কথা ছিল মোহনবাগানের। তবে স্বাধীনতা দিবসের দিনে ম্যাচ খেলার ব্যাপারে আপত্তি তুলেছিল সবুজ-মেরুন। সেই আবেদন শোনা হয়। এএফসি কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ আগস্ট। আর তার আগেই হবে ডার্বি। আর সেই ঝড়েই এখন থেকেই গা ভাসিয়েছে আপামর বাঙালি।

আরও পড়ুন:এবার বোর্ডের মুখে হরমনপ্রীত, নেওয়া হতে পারে কঠোর ব‍্যবস্থা

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version