Wednesday, January 28, 2026

মণিপুর নিয়ে অস্বস্তি বাড়ছে কেন্দ্রের, বাধ্য হয়ে শীর্ষ আদালতে কড়া হলফনামা

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্যে নারী সুরক্ষার কথা শুধুই যে প্রহসন তা দেশের মানুষের কাছে প্রমাণিত। মণিপুরে (Manipur) দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় দেশের সব প্রান্তে মোদি বিরোধিতা চরমে উঠেছে। এত বড় ঘটনার পরেও ৭৪ দিন মুখে কুলুপ এঁটে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী (PM of India)। নীরবতা পালন করছিলেন অমিত শাহ – জে পি নাড্ডারা। যখন সারা দেশ ছি ছি করছে তখন কিছুটা দায় বাঁচাতে আর নিজের অস্বস্তি কাটাতে মুখ খুলেছেন নরেন্দ্র মোদি। আগেই এই ঘটনায় কেন্দ্রকে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এমনকি সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে আদালত নিজেই ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে। এবার মণিপুরের ভাইরাল ভিডিও নিয়ে অস্বস্তি ঢাকতে সুপ্রিম কোর্টে (Supreme Court) কড়া হলফনামা দিল কেন্দ্র। নারী নির্যাতনের ক্ষেত্রে দোষীদের কোনও রকমের রেয়াত করা হবে না বলে বিজেপি সরকার (BJP Government) জানিয়েছে।

উত্তরপ্রদেশ হোক বা মধ্যপ্রদেশ কিংবা মণিপুর, দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন নারী নির্যাতনের ঘটনা ঘটছে। অশান্ত মণিপুরে একের পর এক উত্তপ্ত পরিস্থিতির খবর আসা সত্ত্বেও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কোনও পদক্ষেপ করেননি। যেখানে বাংলায় সামান্য ঘটনায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি চলে আসে সেখানে মণিপুরে এত কিছুর পরও ঠুঁটো জগন্নাথ কেন্দ্রীয় মানবাধিকার কমিশন থেকে নারী সুরক্ষা কমিশন। এরপর বৃহস্পতিবার মণিপুর নিয়ে এক মামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক হলফনামা দিয়ে জানিয়েছে, মহিলাদের উপর কোনওরকম অত্যাচারই বরদাস্ত করা হবে না। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে চলবে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব অজয় ভাল্লা হলফনামা দিয়ে জানিয়েছেন, “আমরা এই ধরনের অপরাধকে নির্মম বলে মনে করি। এটাকে যতটা গুরুত্ব দিয়ে দেখার দরকার, ঠিক ততটা গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। আমরা চায় অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক, যাতে সমাজে ইতিবাচক বার্তা যায়।”

 

 

spot_img

Related articles

কথা রাখলেন মমতা: দেবকে পাশে নিয়ে ১৫০০ কোটির ঘাটাল মাস্টার প্ল্যানের সূচনা

কথা দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও, রাজ্য সরকারের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান করবেন। কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা...

একবিংশ শতকে মধ্যযুগ! আফগানিস্তানে ফিরল ‘দাস প্রথা’-শ্রেণিবিভেদ, আইনি সিলমোহর তালিবানের

একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যখন গোটা বিশ্ব সাম্য আর মানবাধিকারের কথা বলছে, আফগানিস্তান (Afghanistan Crisis) তখন হাঁটছে উল্টো পথে।...

দায়িত্ব নিয়েছিলেন অভিষেক, সেবাশ্রয় ২-এর মধ্যমে চিকিৎসা করিয়ে নিরাময় ১০ বছরের অনুরাগের

নিজের লোকসভা কেন্দ্রের মানুষের কাছে উন্নততর চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সম্মান-জায়গা দেয়নি বিজেপি! তৃণমূলের পতাকা হাতে নিলেন খগেন মুর্মুর প্রথম স্ত্রী অরুণা

সম্মান-জায়গা দেয়নি সিপিএম, বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)...