Sunday, November 16, 2025

‘মণিপুর হিং.সার নেপথ্যে চিনের মদত’, বিস্ফো.রক প্রাক্তন সেনাপ্রধান জেনারেল নারাভানের

Date:

মণিপুরে গত ৩ মাস ধরে চলতে থাকা হিংসার পিছনে প্রত্যক্ষ মদত রয়েছে প্রতিবেশী চিনের(China)। এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত জেনারেল মনোজ মুকুন্দ নারাভনে(Manoj Mukund Naravane)। তিনি জানান, “উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জঙ্গিগোষ্ঠীকে ধারাবাহিক ভাবে মদত দেয় চিন। মণিপুরের(Manipur) সাম্প্রতিক হিংসার নেপথ্যেও চিনা মদতের অভিযোগ উড়িয়ে দেওয়া যায় না।”

গত ৩ মাস ধরে উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে যে ধারাবাহিক হিংসা চলতে তা জাতীয় নিরাপত্তার জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ বলে জানান নারাভাবে। একইসঙ্গে তিনি বলেন, আমি নিশ্চিত উত্তর-পূর্বাঞ্চলে অশান্তি পাকাতে চিনের ভূমিকা সম্পর্কে সরকার অবহিত। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট আধিকারিকেরা প্রয়োজনীয় পদক্ষেপও করছেন। পূর্ব লাদাখের মতোই উত্তর-পূর্বাঞ্চলেও প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC)-র স্থিতিশীলতা নষ্ট করার জন্য চিনা ফৌজ সক্রিয় বলেও অভিযোগ করেছেন তিনি।

উল্লেখ্য, গত কয়েক দশক ধরে উত্তর-পূর্বের একাধিক রাজ্যে সক্রিয় জঙ্গিদের ঘাঁটি রয়েছে মায়ানমারে। সেখানেই চিনের গুপ্তচররা ধারাবাহিক ভাবে উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গিদের অস্ত্র এবং পরিকাঠামোগত সহায়ত করে বলে অভিযোগ। আর এই চিনের সাহায্যপ্রাপ্ত একাধিক জঙ্গি সংগঠন মণিপুর হিংসায় সক্রিয় ভাবে জড়িত বলে ইতিমধ্যেই দাবি করেছে গোয়েন্দা সংস্থা।

Related articles

ম্যাথাউজের চোখে মেসিই সেরা, ভারতীয় ফুটবলের উন্নতিতে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

ক্রিকেট কার্ণিভালের শহরে ফুটবলের কিংবদন্তি। কলকাতায় ঝটিকা কলকাতা সফরে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। দিনভর ঠাসা...

১৫ দিন টানা ডিউটি! শহর থেকে জেলায় একের পর এক হাসপাতালে বিএলও-রা

৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি ইনিউমারেশন ফর্ম বিলি করছেন রাজ্যের বিএলও-রা। এখনও পর্যন্ত ফর্ম বিলির ক্ষেত্রে দেশের প্রথম...

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...
Exit mobile version