Sunday, August 24, 2025

শ্বাসকষ্টের সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। আজ দুপুরে গ্রিন করিডর করে তাঁকে কলকাতার আলিপুরে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে COPD-এর সমস্যায় ভুগছেন তিনি। শনিবার দুপুরের পর অবস্থার অবনতি হয়, অক্সিজেন স্যাচুরেশন (oxygen saturation level) ৭০ এর নীচে নেমে যাওয়ায় তাঁর পরিবারের লোকেরা হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন। বিকেল ৪.৩০ মিনিট নাগাদ তাঁকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে বলে খবর। সেখানে মীরা ভট্টাচার্য এবং সুচেতন ভট্টাচার্য রয়েছেন। ৪.৫০ মিনিট নাগাদ হাসপাতালে পৌঁছে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে রাজ্যপাল প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে দ্রুত মেডিক্যাল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করা হচ্ছে সঙ্কটজনক অবস্থা শীঘ্রই কাটিয়ে উঠবেন। রাজ্যপাল আরও বলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য শুধু একজন বিদগ্ধ রাজনীতিবিদ নয়, পাশাপাশি যথেষ্ট সংস্কৃতিমনস্ক মানুষ। চিকিৎসা নিয়ে সন্তোষ প্রকাশ করে সি ভি আনন্দ বোস বলেন, যে ডাক্তাররা অত্যন্ত দায়িত্বের সঙ্গে বুদ্ধবাবুর চিকিৎসা শুরু করেছেন। ইতিমধ্যেই ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সকলেই আশা করছেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে। আপাতত প্রাক্তন মুখ্যমন্ত্রীর অক্সিজেন স্যাচুরেশন কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছে। CCU-এর ৫১৬ নম্বর কেবিনে তাঁকে রাখা হয়েছে।

 

 

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version