Sunday, August 24, 2025

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে নাবালিকাকে ধ.র্ষণ, সারা শরীরে কা.মড়ের দাগ

Date:

দেশের মধ্যে সবচেয়ে বেশি আইন-শৃঙ্খলার অবনতি বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে, কেন্দ্রের রিপোর্টেই সেটা বারে বারে উঠে এসেছে। এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। ধর্ষণের পাশাপাশি ওই নাবালিকার উপর নারকীয় অত্যাচার করা হয়।

জানা গেছে, একটি মন্দিরের সামনের জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় ১১ বছর বয়সি এক নাবালিকাকে। এই ঘটনায় মধ্যপ্রদেশের সাতনা জেলার মাইহার থানার অন্তর্গত আরকান্দি শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আজ, শনিবার সকালে মাইহারের একটি বিখ্যাত মন্দিরের সামনের জঙ্গল থেকে ওই নাবালিকাকে রক্তাক্ত এবং আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতালে নাবালিকা চিকিৎসাধীন।

পুলিশ সূত্রের খবর, ধর্ষিতা নাবালিকার সারা শরীরে কামড়ের দাগ। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দু’‌জনকে। ধৃতদের একজন আবার ওই মন্দির পরিচালনা কমিটি দ্বারা পরিচালিত একটি গবাদিশালার কর্মী। পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধের পর থেকেই নাবালিকার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে নাবালিকার পরিবারের লোকেরা পুলিশের কাছে অভিযোগ জানান। এরপর খোঁজ শুরু হলে এদিন সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মন্দিরের সামনের জঙ্গল থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়। ক্ষতবিক্ষত এবং রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।

এদিকে বিষয়টি প্রকাশ্যে আসতেই হাসপাতালে ভিড়।করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। পুলিশ ও জেলা আধিকারিকরা হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় মধ্যপ্রদেশে ক্ষমতাসীন বিজেপি সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস। আইন-শৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন উঠছে। চাপে পড়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান পুলিশকে পুরো বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন:তীব্র ভূমি.কম্পে কাঁপল আন্দামান-নিকোবর

 

 

Related articles

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...
Exit mobile version