Monday, November 3, 2025

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে নাবালিকাকে ধ.র্ষণ, সারা শরীরে কা.মড়ের দাগ

Date:

দেশের মধ্যে সবচেয়ে বেশি আইন-শৃঙ্খলার অবনতি বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে, কেন্দ্রের রিপোর্টেই সেটা বারে বারে উঠে এসেছে। এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। ধর্ষণের পাশাপাশি ওই নাবালিকার উপর নারকীয় অত্যাচার করা হয়।

জানা গেছে, একটি মন্দিরের সামনের জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় ১১ বছর বয়সি এক নাবালিকাকে। এই ঘটনায় মধ্যপ্রদেশের সাতনা জেলার মাইহার থানার অন্তর্গত আরকান্দি শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আজ, শনিবার সকালে মাইহারের একটি বিখ্যাত মন্দিরের সামনের জঙ্গল থেকে ওই নাবালিকাকে রক্তাক্ত এবং আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতালে নাবালিকা চিকিৎসাধীন।

পুলিশ সূত্রের খবর, ধর্ষিতা নাবালিকার সারা শরীরে কামড়ের দাগ। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দু’‌জনকে। ধৃতদের একজন আবার ওই মন্দির পরিচালনা কমিটি দ্বারা পরিচালিত একটি গবাদিশালার কর্মী। পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধের পর থেকেই নাবালিকার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে নাবালিকার পরিবারের লোকেরা পুলিশের কাছে অভিযোগ জানান। এরপর খোঁজ শুরু হলে এদিন সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মন্দিরের সামনের জঙ্গল থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়। ক্ষতবিক্ষত এবং রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।

এদিকে বিষয়টি প্রকাশ্যে আসতেই হাসপাতালে ভিড়।করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। পুলিশ ও জেলা আধিকারিকরা হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় মধ্যপ্রদেশে ক্ষমতাসীন বিজেপি সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস। আইন-শৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন উঠছে। চাপে পড়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান পুলিশকে পুরো বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন:তীব্র ভূমি.কম্পে কাঁপল আন্দামান-নিকোবর

 

 

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version