Tuesday, November 11, 2025

দিঘার ঢেউসাগরে ঝাউবন ধ্বং.স করে বে.আইনি নির্মাণ! তদন্ত কমিটি গঠন গ্রিন ট্রাইবুনালের

Date:

রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। প্রতিদিনই সেখানে ভিড় জমান হাজারো পর্যটক। সেই দিঘাকে (Digha) ঘিরেই এবার বড়সড় অভিযোগ জমা পড়ল জাতীয় পরিবেশ আদালতে (National Green Tribunal)। সম্প্রতি এমনই অভিযোগ তুলেছেন রাজ্যের বিশিষ্ট পরিবেশবিদ সুভাষ দত্ত (Subhas Dutta)। তাঁর দাবি, দেশের সমুদ্র উপকূল আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দিঘার সমুদ্র উপকূলে ঢেউসাগরে ঝাউবন ধ্বংস করে শয়ে শয়ে হোটেল গড়ে উঠছে। এদিন সেই অভিযোগ খতিয়ে দেখতেই এবার পদক্ষেপ বড় পদক্ষেপ জাতীয় পরিবেশ আদালতের। অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যে ৪ সদস্যের একটি কমিটি গঠন করেছে জাতীয় পরিবেশ আদালতের বিচারক বি অমিত স্থলেকার ও বিচারক ডক্টর অরুণ কুমার ভার্মার ডিভিশন বেঞ্চ। আগামী ২৯ আগস্ট মামলার পরবর্তী শুনানি।

বিচারকদের পাশাপাশি ওই কমিটিতে রয়েছেন, রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের গবেষক ন্যাশনাল সেন্টার ফর সাস্টেনেবল কোস্টাল ম্যানেজমেন্ট চেন্নাইয়ের বিশেষজ্ঞ, ওয়েস্ট বেঙ্গল স্টেট কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটির বিশেষজ্ঞ এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসকও। এদিন আদালতের সাফ নির্দেশ, পরিস্থিতি খতিয়ে দেখে ঝাউবন ধ্বংসের বিষয়ে এবং বেআইনি নির্মাণের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই কমিটিকে আগামী ১ মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। পরিবেশবিদ সুভাষ দত্তের অভিযোগ, সমুদ্র উপকূলের আইন না মেনে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র দিঘায় ঝাউবন ধ্বংস করে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে বেআইনি নির্মাণ। তাঁর অভিযোগের সপক্ষে একাধিক স্যাটেলাইট ইমেজ ও বহু ছবি জাতীয় পরিবেশ আদালতে জমা দিয়েছেন তিনি।

বেআইনি নির্মাণ পরিবেশের জন্য অত্যন্ত ভয়ংকর মনে করিয়ে পরিবেশবিদের আরও দাবি, দিঘায় যা হচ্ছে তা অত্যন্ত বিপজ্জনক। ইতিমধ্যে জাতীয় পরিবেশ আদালতে পরিবেশবিদের আবেদনের ভিত্তিতে রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। তবে রাজ্যের উপকূল ম্যানেজমেন্ট ও মেদিনীপুরের জেলাশাসকের তরফে রিপোর্ট দিয়ে জানানো হয়েছে দিঘায় কোনও বেআইনি নির্মাণ হয়নি। সবটাই আইন মেনে করা হয়েছে।

 

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version