Thursday, August 21, 2025

৫ আগস্ট SUCI-এর ব্রিগেড সমাবেশ, রাজ্যে রাজ্যে তুঙ্গে প্রচার

Date:

Share post:

আগামী ৫ আগস্ট SUCI-এর ব্রিগেড সমাবেশ। সেই সমাবেশকে সফল করতে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছেন পার্টি কর্মীরা। রাজ্যের বাইরে থেকেও এবার SUCI-এর ব্রিগেড সমাবেশে প্রচুর মানুষ যোগ দেবেন। তাই কলকাতায় SUCI-এর ব্রিগেড নিয়ে রাজ্যে রাজ্যে তুঙ্গে প্রচার। দক্ষিণের কর্ণাটক, কেরালার মতো যে রাজ্যগুলিতে দলের সংগঠন শক্তিশালী, সেগুলি ছাড়াও অন্য সব রাজ্য থেকেও কর্মী-সমর্থরা ব্রিগেডে আসার প্রস্তুতি চালাচ্ছেন জোর কদমে।

কমরেড শিবদাস ঘোষ ওড়িশার বিস্তীর্ণ এলাকায় ঘুরেছিলেন, সভা করেছিলেন আন্দোলন গড়ে তুলতে, সংগঠন গড়ে তুলতে। সেই ওড়িশা রাজ্য কমিটি দুটি গোটা ট্রেন রিজার্ভ করেছে ব্রিগেডে আসার জন্য। একটি ছাড়বে পুরী থেকে, অন্যটি সম্বলপুর থেকে। কোথাও ট্রেনের বেশ কিছু কামরা রিজার্ভ করা হয়েছে। এছাড়াও বহু জায়গা থেকে কর্মী-সমর্থকরা আসবেন বাস ভাড়া করে কিংবা সাধারণ ট্রেনে।

অন্যদিকে, সাতের দশকে বিহারে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে আন্দোলনে SUCI (C) সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। পুরনো এলাকার সংগঠন ছাড়াও নতুন নতুন এলাকায় সংগঠন গড়ে উঠছে। ব্রিগেডের প্রচারে গিয়েও বহু নতুন জায়গায় যোগাযোগ গড়ে উঠছে। মজফফরপুর থেকে একটি রিজার্ভ ট্রেন আসবে ব্রিগেডের লক্ষ্যে। ভাগলপুর, জামালপুর প্রভৃতি জেলা থেকে বেশ কিছু কামরা রিজার্ভ করা হয়েছে। পাটনা, জাহানাবাদ প্রভৃতি জেলাগুলির কর্মী-সমর্থকরা আসবেন ট্রেনে। ঝড়খণ্ড জুড়েও চলছে ব্যাপক প্রচার। নতুন নতুন এলাকায় কর্মীরা গিয়ে সভা করছেন। গড়ে উঠছে নতুন সংগঠন। বস্তি এলাকাগুলিতে গিয়ে সভা করে ব্রিগেডের সভার প্রচার চলছে।

উত্তরপ্রদেশ জুড়েও চলছে ব্রিগেডের প্রচার। নতুন নতুন জায়গায় গড়ে উঠছে সংগঠন। দিল্লির কৃষক আন্দোলন চলার সময়ে পশ্চিম উত্তরপ্রদেশের সম্বল জেলার মতো এলাকাগুলিতে বহু কৃষক যোগাযোগ পাওয়া গিয়েছিল। সেই সব এলাকায় খেটে-খাওয়া মানুষ দলের নেতা-কর্মীদের ডেকে নিয়ে গিয়ে সভা করছেন। সেখান থেকে কৃষকরা যোগ দেবেন ব্রিগেডের সমাবেশে। এ ছাড়াও জৌনপুর, লক্ষ্মৌ, এলাহাবাদ, মোরাদাবাদের মতো পুরনো সংগঠিত এলাকাগুলি থেকে আসবেন কর্মী-সমর্থকরা।

ত্রিপুরায় বিজেপির প্রবল সন্ত্রাসের পরিবেশের মধ্যেও কর্মীরা ব্রিগেড সমাবেশের জন্য প্রচার করছেন। পশ্চিম ত্রিপুরা, উত্তর ত্রিপুরা, গোমতী প্রভৃতি জেলা জুড়ে উদ্ধৃতি প্রদর্শনী, বুকস্টল, মিছিল প্রভৃতির মধ্য দিয়ে প্রচার চলছে। খোয়াই ও সিপাহিজলা জেলাতে ছাত্ররা প্রচার কাজ চালাতে গিয়ে নতুন নতুন যোগাযোগ পেয়েছেন। আগরতলা, ধর্মনগর সহ বিভিন্ন এলাকায় বেশ কিছু ছোট ছোট বৈঠক হয়েছে। কর্মী-সমর্থকরা ব্রিগেডে আসবেন ট্রেনে করে।

অসমের ১৯টি জেলা জুড়ে ব্রিগেডের প্রচার চালিয়েছেন SUCI কর্মীরা। বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি, অন্য দলগুলির আঞ্চলিক মানসিকতা মোকাবিলা করেই দলের কর্মীরা কমরেড শিবদাস ষোষের চিন্তাকে ছড়িয়ে দিচ্ছেন রাজ্যের সর্বত্র। জেলায় জেলায় অজস্র ছোট বৈঠক, সভা করেছেন কর্মীরা। ব্রিগেড নিয়ে কর্মীদের মধ্যে উৎসাহ উল্লেখ করার মতো।

SUCI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির দাবি, দেশজুড়ে ২৪টি রাজ্য থেকে কর্মী-সমর্থকরা আসবেন ব্রিগেড। ধারাবাহিক গণআন্দোলনের মধ্য দিয়ে ধাপে ধাপে পার্টির যে শক্তিবৃদ্ধি ঘটছে প্রকাশ ঘটবে ৫ আগস্টের ব্রিগেডে।

আরও পড়ুন- মণিপুরে ত্রাণ শিবির পরিদর্শন ‘ইন্ডিয়া’র, সবরকম সাহায্যের আশ্বাস

spot_img

Related articles

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...

২০৩০-এর আগে সড়ক দুর্ঘটনা কমবে ৫০ শতাংশ: প্রতিশ্রুতি ParaSafe-এর

স্বাধীনতা দিবসে কলকাতায় রোড সেফটি এক্সপেরিয়েন্স জোন চালু করে পূর্ব ভারতে যাত্রা শুরু করেছে প্যারাসেফ (ParaSafe)। উদ্ভাবনী ও...

আমাদের বেতন কোথায়: নীতীশকে দেখে বিক্ষোভে ফেটে পড়লেন মাদ্রাসা শিক্ষকরা

ভোটমুখী বিহারে মিথ্যে প্রচার চালিয়েই ফের একবার গদি ধরে রাখার চেষ্টায় জেডিইউ (JDU) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।...