দেশের ঐতিহ্য সংরক্ষণে দিল্লিতে বিশ্বের বৃহত্তম জাদুঘর!

এতে তিনটি তল থাকবে যেখানে মোট ৯৫০টি কক্ষ রাখা হবে। সঠিক বাজেট না জানা গেলেও কয়েক কোটি টাকা খরচ হবে বলে মনে করা হচ্ছে।

ভারতবর্ষ মানেই এমন দেশ যেখানে নানা ভাষা নানা মত হওয়া সত্ত্বেও সকলে একসঙ্গে মিলেমিশে থাকেন। শুধু তাই নয় এই দেশ সংস্কৃতি-ঐতিহ্যকে যেভাবে বিশ্বের দরবারে তুলে ধরতে পেরেছে তা ভাষায় প্রকাশ করা কার্যত অসম্ভব। রবীন্দ্রনাথ থেকে বিবেকানন্দ, মহাত্মা গান্ধী থেকে সুভাষচন্দ্র বসু, উপনিষদীয় যুগ থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী আধুনিক ভারতের কথা বলতে গেলে দিন রাত একাকার হয়ে যাবে। তবু তথ্য শেষ হবে না। এবার সেই সবকিছুকেই সংরক্ষণ করতে আর বিশ্বের মাঝে তুলে ধরতে রাজধানীতে বিশালাকার জাতীয় সংগ্রহশালা (World’s Biggest Museum)নির্মিত হতে চলেছে।যার নাম দেওয়া হয়েছে ‘যুগে যুগে ভারত’ (Yuge Yuge Bharat)।

কেন্দ্রের তরফে বলা হয়েছে যে পুরনো সংসদ ভবনের সাউথ এবং নর্থ ব্লকের মোট ১.১৭ লক্ষ বর্গমিটার জুড়ে নতুন জাদুঘর নির্মিত হবে।গত বুধবার দিল্লিতে ‘ইন্টারন্যাশনাল এগজিবিশন কাম কনভেনশন সেন্টার’ (International Exibition cum convesion centre) ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ‘যুগে যুগে ভারত’ জাদুঘর তৈরির কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। জানা গেছে আদি, মধ্য এবং আধুনিক যুগ সম্পর্কিত তথ্য এবং নিদর্শন থাকবে এই জাদুঘরে। ভারতের প্রাচীন শহর পরিকল্পনা পদ্ধতি, বেদ, উপনিষদ, প্রাচীন চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন পুঁথি থাকবে এই জাদুঘরে। এখানে মোট ৮টি বিভাগ থাকবে। যেখানে বর্ণিত হবে প্রাচীন ভারতীয় জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে মধ্যযুগ, উত্তরণ পর্ব, আধুনিক ভারত, ঔপনিবেশিক শাসন, স্বাধীনতা সংগ্রাম এবং ১৯৪৭ পরবর্তী সময়ের ইতিহাস। এতে তিনটি তল থাকবে যেখানে মোট ৯৫০টি কক্ষ রাখা হবে। সঠিক বাজেট না জানা গেলেও কয়েক কোটি টাকা খরচ হবে বলে মনে করা হচ্ছে।

 

 

Previous article৫ আগস্ট SUCI-এর ব্রিগেড সমাবেশ, রাজ্যে রাজ্যে তুঙ্গে প্রচার
Next articleমডেল গড়িয়াহাট: হকার জোন নিয়ে অভিনব ভাবনা কলকাতা পুরসভার