Wednesday, August 27, 2025

মোহনবাগান দিবসে অন‍্যভাবে সেজে ওঠে উত্তরপাড়া, আবেগে ভাসলেন মনমোহন মুখোপাধ্যায়ের নাতি

Date:

সুমন করাতি, হুগলি : আজ ২৯ জুলাই, আজ ঐতিহাসিক মোহনবাগান দিবস। ১৯১১ সালে আজকের দিনে খালি পায়ে খেলে ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে ভারত সেরা হয়েছিল সবুজ মেরুন ক্লাব। তারপর থেকেই প্রতিবছর এই দিনটিকে গর্বের সঙ্গে পালন করে মোহনবাগান। পালন করা হয় মোহনবাগান দিবস হিসাবে। আর এই মোহনবাগানের ইতিহাসের দিনটির সঙ্গে জড়িয়ে হুগলি জেলার উত্তরপাড়া।

১৯১১ সালে মোহনবাগান জয়ী দলের সদস্য ছিলেন উত্তরপাড়ার বাসিন্দা প্রাক্তন ফুটবলার মনমোহন মুখোপাধ্যায়। মনমোহন মুখোপাধ্যায় এর পাশ থেকেই এসেছিল মোহনবাগান দলের কাঙ্ক্ষিত গোলটি। সেই দিন থেকেই ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছিলো হুগলি জেলার উত্তরপাড়ার নাম। আর সেই কারণেই মোহনবাগান দিবসের দিন সেজে উঠেছে হুগলি জেলার উত্তরপাড়া। আজকের দিনটা বিশেষ ভেবেই পালিত হয় উত্তরপাড়ায়। এই দিনটা আবেগের সঙ্গে পালন করেন উত্তরপাড়ার মানুষ এবং মনমোহন বাবুর বংশধররা। এখনও উত্তরপাড়ার বাড়িতে বসবাস করেন মনমোহন মুখোপাধ্যায় এর নাতি নিখিল কুমার মুখোপাধ্যায় এবং পরিবারের অন্য সদস্যরা। তারাও আজকের দিনে যোগ দেন এই বিশেষ অনুষ্ঠানে। পালন করেন অন‍্যভাবে।এদিন উত্তরপাড়া শহর জুড়ে লাগানো হয়েছে মোহনবাগান দলের পতাকা। মনমোহন বাবুর মূর্তি সাজিয়ে তোলা হয়েছে ফুল দিয়ে। আবেগ ও উৎসবের সঙ্গে মোহনবাগান দিবস পালন করে উত্তরপাড়ার মানুষ। আর এই ঐতিহাসিক দিনে আবেগে ভাসলেন মনমোহন মুখোপাধ্যায় এর নাতি নিখিল কুমার মুখোপাধ্যায়। ইতিহাসের সাক্ষী বহু মেডেল নিয়ে করেন স্মৃতিচারণ। এই তিনি বলেন,”এটা একটা আলাদা দিন। এই দিনটি খুব গর্বের। এই দিনেই দাদু খালি পায়ে খেলে ব্রিটিশ দলকে হারিয়ে মোহনবাগান ক্লাবকে জিতিয়েছিলেন। এটা শুধু পরিবারের গর্ব নয় এটা সমস্ত ভারতবাসীর গর্বের দিন। উত্তরপাড়ার মানুষদের কাছে এই দিনটা বিশেষ ভাবে গর্বের দিন।”

নিখিল বাবু আরও বলেন,” শুধু দাদু নয় তাঁর বাবাও ছিলেন মোহনবাগান দলের খেলোয়াড়।এটা খুব গর্বের দিন তাদের পরিবারের কাছে। দাদু মনমোহন মুখোপাধ্যায় যে শুধু ফুটবল খেলে ব্রিটিশদের হারিয়েছিলেন শুধু তাই নয়। দেশের স্বাধীনতা সংগ্রামেরও অবদান ছিল ওনার।স্বাধীনতার আগে একসময় দাদু মাস্টার দা সূর্য সেনকে নৌকা করে গঙ্গা পাড় করিয়েছিলেন। দেশের সেরা ক্লাব মোহনবাগান, সেই দলের সঙ্গে পরিবারের নাম থাকাটা একটা গর্বের বিষয়। আগামী প্রজন্ম এই দিনটাকে বিশেষ ভাবে মনে রাখুন। কারণ কোনো ভারতীয় এই দিনটি ভুলতে পারবেন না।”

আজকের দিনটি যে উত্তরপাড়ার কাছে কতটা আবেগের তা জানাতে ভুললেন না উত্তরপাড়ার বাসিন্দা মোহনবাগান সমর্থক সুখদেব মুখোপাধ্যায়। সকাল থেকেই ব্যস্ত ছিলেন এলাকায় মোহনবাগান দলের পতাকা লাগাতে। এই নিয়ে তিনি বলেন, “সেই সময় মোহনবাগান দলের খেলা দেখেননি। কিন্তু মোহনবাগান দলের সঙ্গে উত্তরপাড়ার ইতিহাস সবটাই জানা। উত্তরপাড়ার বাসিন্দা হিসাবে গর্বিত। আর এটা ভেবেই ভালো লাগে যে উত্তরপাড়ার বাসিন্দা মনমোহন বাবু সেই সময় ব্রিটিশদের খেলায় হারানো মোহনবাগান দলের সদস্য।

আরও পড়ুন:শক্তি বাড়াল লাল-হলুদ, ইস্টবেঙ্গলে সই এই দুই বিদেশি ফুটবলারের : সূত্র

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version