Tuesday, August 26, 2025

ভারতবর্ষ মানেই এমন দেশ যেখানে নানা ভাষা নানা মত হওয়া সত্ত্বেও সকলে একসঙ্গে মিলেমিশে থাকেন। শুধু তাই নয় এই দেশ সংস্কৃতি-ঐতিহ্যকে যেভাবে বিশ্বের দরবারে তুলে ধরতে পেরেছে তা ভাষায় প্রকাশ করা কার্যত অসম্ভব। রবীন্দ্রনাথ থেকে বিবেকানন্দ, মহাত্মা গান্ধী থেকে সুভাষচন্দ্র বসু, উপনিষদীয় যুগ থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী আধুনিক ভারতের কথা বলতে গেলে দিন রাত একাকার হয়ে যাবে। তবু তথ্য শেষ হবে না। এবার সেই সবকিছুকেই সংরক্ষণ করতে আর বিশ্বের মাঝে তুলে ধরতে রাজধানীতে বিশালাকার জাতীয় সংগ্রহশালা (World’s Biggest Museum)নির্মিত হতে চলেছে।যার নাম দেওয়া হয়েছে ‘যুগে যুগে ভারত’ (Yuge Yuge Bharat)।

কেন্দ্রের তরফে বলা হয়েছে যে পুরনো সংসদ ভবনের সাউথ এবং নর্থ ব্লকের মোট ১.১৭ লক্ষ বর্গমিটার জুড়ে নতুন জাদুঘর নির্মিত হবে।গত বুধবার দিল্লিতে ‘ইন্টারন্যাশনাল এগজিবিশন কাম কনভেনশন সেন্টার’ (International Exibition cum convesion centre) ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ‘যুগে যুগে ভারত’ জাদুঘর তৈরির কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। জানা গেছে আদি, মধ্য এবং আধুনিক যুগ সম্পর্কিত তথ্য এবং নিদর্শন থাকবে এই জাদুঘরে। ভারতের প্রাচীন শহর পরিকল্পনা পদ্ধতি, বেদ, উপনিষদ, প্রাচীন চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন পুঁথি থাকবে এই জাদুঘরে। এখানে মোট ৮টি বিভাগ থাকবে। যেখানে বর্ণিত হবে প্রাচীন ভারতীয় জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে মধ্যযুগ, উত্তরণ পর্ব, আধুনিক ভারত, ঔপনিবেশিক শাসন, স্বাধীনতা সংগ্রাম এবং ১৯৪৭ পরবর্তী সময়ের ইতিহাস। এতে তিনটি তল থাকবে যেখানে মোট ৯৫০টি কক্ষ রাখা হবে। সঠিক বাজেট না জানা গেলেও কয়েক কোটি টাকা খরচ হবে বলে মনে করা হচ্ছে।

 

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version