Monday, November 10, 2025

ফের পাকিস্তানে (Pakistan) ভয়াবহ বিস্ফোরণ (Blast)! রবিবার উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় (Khyber Pakhtunkhwa) একটি রাজনৈতিক জমায়েতে (Political Meet) বহু মানুষ জড়ো হয়েছিলেন। সেখানেই আচমকা বিস্ফোরণ ঘটে। ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৯ জনের। আহত হয়েছেন কমপক্ষে ১২৭ জন। তাঁদের মধ্যে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। জোরকদমে চলেছে উদ্ধারকাজ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটাল তা এখনও স্পষ্ট নয়। এর পিছনে কোনও জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে কী না তা তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণে মৃত্যু হয়েছে জামিয়ত উলেমা ইসলাম-ফজলের অন্যতম শীর্ষ নেতা মৌলানা জিয়াউল্লা জানের। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে দ্রুত পেশোয়ার এবং তিমেরগেরার হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটাল তা এখনও স্পষ্ট নয়। এর পিছনে কোনও জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে কী না তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রসঙ্গত, গত মঙ্গলবার খাইবার পাখতুনখোয়ায় একটি মসজিদে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। একজন পুলিশ কর্মকর্তা নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।

আরও পড়ুন- মণিপুর ইস্যুতে কেন্দ্রের নীরবতা নিয়ে তীব্র আ.ক্রমণ করে টুইট তৃণমূল সুপ্রিমোর

 

 

Related articles

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...

পাঁচবারের কাউন্সিলর, তবু নাম উড়ে গেল ভোটার তালিকা থেকে! চাঞ্চল্য খড়দহে

শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় তাঁর নাম যে ছিল, তার প্রমাণ, সেবার তিনি কাউন্সিলর (councilor) নির্বাচিত...
Exit mobile version