হস্টেলের আবাসিক অথবা পেয়িং গেস্টে হিসেবে থাকতে গেলে এবার থেকে গুনতে হবে মোটা টাকা। পড়ুয়াদেরও ঘাড়ে এবার জিএসটি চাপিয়ে দিল কেন্দ্র। এদিকে যখন রাজ্য সরকার প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত একের পর খুলে দিচ্ছে নানা সুযোগ-সুবিধার দরজা, ঠিক তখনই জিএসটি চাপিয়ে দিয়ে শিক্ষার ক্ষেত্রে এক অদ্ভুত প্রতিবন্ধকতার তৈরির চেষ্টা করছে কেন্দ্র। চাপিয়ে দেওয়া হচ্ছে অতিরিক্ত খরচ।

হস্টেলে পেইং গেস্ট হিসেবে থাকার জন্য বসতে চলেছে ১২ শতাংশের জিএসটি। ভাড়ার উপর বসবে এই জিএসটি। অদ্ভুত অজুহাত খাড়া করা হয়েছে এর সপক্ষে। অথরিটি অফ অ্যাডভান্স রুলিংয়ের যুক্তি, হস্টেল এবং পিজি যেহেতু আবাসিক ইউনিট হিসেবে পরিগণিত হয় না তাই সেগুলি কখনওই করছাড়ের যোগ্য হিসেবে বিবেচিত হতে পারে না। লক্ষণীয় ২০২২ সালের ১৭ জুলাই পর্যন্ত জিএসটি ছাড় ছিল হস্টেল, পিজি ও গেস্ট হাউসে। এখন সেই ছাড় তো দূরের কথা, অতিরিক্ত ১২ শতাংশ জিএসটির বোঝা চাপিয়ে দেওয়ার আয়োজন পাকা। স্বাভাবিকভাবেই অত্যন্ত অসুবিধের মধ্যে পড়বে ছাত্রসমাজ। বিশেষ করে উচ্চশিক্ষার জন্য যাঁরা দূর থেকে আসেন শহরাঞ্চলে তাঁরা গভীর সংকটে পড়বেন কেন্দ্রের এই তুঘলকি সিদ্ধান্তের ফলে।
আরও পড়ুন- মণিপুরে শান্তি ফেরানোর দাবিতে রাজপথে মোমবাতি মিছিল, বিজেপিকে তুলোধনা তৃণমূলের
