ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে দুরন্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচে মুখ থুবড়ে পরল ভারতীয় দল। ক্যারিবিয়ানদের কাছে ৬ উইকেটে হারে টিম ইন্ডিয়া। এই ম্যাচে দলকে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। বিশ্রাম দেওয়া হয়েছিল রোহিত শর্মা-বিরাট কোহলিকে। আর এই ম্যাচ হেরে হতাশ হার্দিক পান্ডিয়া। কাঠগড়ায় তুললেন দলের ব্যাটিং বিভাগকে।


ম্যাচ শেষে হার্দিক বলেন,” আমরা প্রত্যাশা মতো ব্যাট করতে পারিনি। আগের ম্যাচের থেকে উইকেট অনেক ভাল ছিল। শুভমন গিল ছাড়া সবাই শট খেলতে গিয়ে আউট হয়েছে। প্রায় সবার শটই সরাসরি ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডারদের কাছে গিয়েছে। এই ফল খুবই হতাশার। আমাদের আরও অনেক কিছু শেখার আছে।”

এরপর হার্দিক নিজের ফিটনেস নিয়ে বলেন,” বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে আমাকে আরও ওভার বল করতে হবে। এখন আমি কচ্ছপ, খরগোশ নই। আশা করছি সব ঠিক হয়ে যাবে। এটা আমাদের বড় পরীক্ষা, সিরিজে ১-১ সমতা রয়েছি এবং পরের ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ হতে চলেছে।”

আরও পড়ুন:সিরিজে সমতা আনল ক্যারিবিয়ানরা, ৬ উইকেটে হারল ভারতীয় দল






















