Monday, August 25, 2025

মাসের শেষ রবিবার ‘মন কি বাত’(Mann ki baat)অনুষ্ঠানে নিজের কথা দেশবাসীকে শোনান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন ১০৩ তম এপিসোডে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের নানা উন্নতির খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রী (PM)। অমৃত কলস যাত্রা থেকে বৃক্ষরোপণ কর্মসূচি- সবকিছুই উঠে এলো ৪০ মিনিটের বক্তব্যে। শুধু উঠল না মণিপুর প্রসঙ্গ(Manipur issue)। যেভাবে সেখানকার মহিলাদের ধর্ষণ করে বিবস্ত্র অবস্থায় প্রকাশ্য রাস্তায় টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে, সেই নিয়ে একটা শব্দ খরচ করলেন না ভারতের প্রধানমন্ত্রী (PM of India)।

রবিবারের ‘মন কি বাত’ অনুষ্ঠানে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের জল সংরক্ষণের প্রশংসা করলেন মোদি। পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী জানান যে আগামী ৯ আগস্ট থেকে দেশের বীর শহিদদের সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে কেন্দ্র শুরু করছে ‘মেরি মাটি মেরা দেশ’ প্রচার অভিযান। মাসিক এই রেডিও অনুষ্ঠানের এবারের পর্বে মোদি উল্লেখ করেছেন যে দেশের নানা প্রান্তের মাটি সাড়ে ৭ হাজার পাত্রে জড়ো করা হবে। এরপর সেই মাটি মিশিয়ে রোপণ করা হবে গাছের চারা। এই কলস যাত্রার প্রসঙ্গ বলতে গিয়ে তিনি তুলে এনেছেন বারাণসীর শ্রাবণী উৎসবের কথাও। গুজরাটের প্রাকৃতিক দুর্যোগের কথাও বললেন বটে কিন্তু মণিপুরের কথা একবারও উচ্চারণ করলেন না। বিরোধী জোটের ২১ সদস্য ইতিমধ্যেই মণিপুরে পৌঁছে রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন। নির্যাতিতার পরিবার কান্নায় ভেঙে পড়েছে। নরেন্দ্র মোদি এইসব দিকে দৃষ্টিপাত না করে শ্রাবণী বেলার ধর্মীয় উৎসবের আনন্দ অনুষ্ঠানের কথা বেশি বেশি করে বললেন। সংখ্যালঘুদের মন পেতে অবশ্য হজ যাত্রার কথাও এবারের পর্বে শোনা গেছে তাঁর মুখে। তবে এই মুহূর্তে ভারতের অন্যতম জ্বলন্ত ইস্যু নিয়ে কেন নীরব নরেন্দ্র মোদি? ভোটের প্রচারের সময় মুখে যতই মহিলাদের উন্নয়নের কথা বলুন না কেন আসলে জাতি দাঙ্গায় জর্জরিত মণিপুরকে সামলাতে যে কেন্দ্র সরকার চূড়ান্ত ব্যর্থ তা ইতিমধ্যেই স্পষ্ট দেশবাসীর কাছে।

 

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version