জাতিদাঙ্গায় অশান্ত মণিপুর নিয়ে সংসদের বাদল অধিবেশনে বারবার সরব হয়েছেন বিরোধীরা। এই ইস্যুতে মণিপুর সরকার থেকে কেন্দ্রে মোদি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। যার জেরে উত্তাল হয়েছে সংসদের দুই কক্ষই।
মণিপুরে শান্তি ফেরার জন্য উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ করেনি কেন্দ্র বলেই দাবি করা হচ্ছে বারবার। এমন পরিস্থিতিতে মণিপুরে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে এবং শান্তি ফেরানোর ডাক দিয়ে কলকাতার রাজপথে রবিবার বিরাট মিছিল করে তৃণমূল। হাজরা মোড় থেকে শুরু হয়ে একাডেমি অফ ফাইন আর্টস পর্যন্ত এই মিছিলে পা মেলান অসংখ্য মানুষ।
এই মোমবাতি মিছিলে পা মেলান যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ। সেখান থেকে বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।
তিনি বলেন, জ্বলছে উত্তরপূর্ব ভারতের সুন্দর রাজ্য মণিপুর। উত্তপ্ত হয়ে রয়েছে গোটা রাজ্য, দফায় দফায় সংঘর্ষ চলছে, আগুন জ্বলছে, মোকাবিলায় রাস্তায় নেমেছে সেনা এবং আধাসেনা। কিন্তু তার পরেও সামলাতে গিয়ে নাকানিচোবানি খাচ্ছে ডাবল ইঞ্জিনের বিজেপি সরকার।