বুদ্ধদেববাবু সুস্থ হোন, কিন্তু স*ন্ত্রাসের কথা নতুন প্রজন্মকে জানিয়ে দিতে হবে: কুণাল

এদিন কুণাল সাফ বলেন, "প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে শ্রদ্ধা জানাব। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করব।

মণিপুরের হিংসা নিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে তৃণমূল ছাত্র পরিষদের সভায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ রীতিমতো তোপ দাগলেন সিপিএমের সময়ের সন্ত্রাস নিয়ে।তিনি বললেন,মণিপুর নিয়ে অবশ্যই বলব।কিন্তু সিপিএমের জমানার সন্ত্রাসের কথা মনে করিয়ে দিতে হবে। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের জমানায় বাংলায় সন্ত্রাসের রাজত্ব এত তাড়াতাড়ি ভুলে যাবেন! মরিচঝাঁপি, সাঁইবাড়ি, নানুর, নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই, বানতলা, তালিকা দীর্ঘ। জ্যোতি বসু, বুদ্ধদেবের জমানায় বাংলাকে বধ্যভূমিতে পরিণত করেছিল সিপিএম। বুদ্ধদেববাবু সুস্থ হোন, কিন্তু প্রতি পদক্ষেপে সন্ত্রাসের কথা মনে করিয়ে দিতে হবে।’

এদিন কুণাল সাফ বলেন, “প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে শ্রদ্ধা জানাব। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করব। কিন্তু আমরা প্রতি পদক্ষেপে মনে করিয়ে দেব যে সেই জমানায় বাংলায় সন্ত্রাসের রাজত্ব চলেছিল।কয়েক প্রজন্ম ইংরেজি শিখতে পারেনি। অথচ ইংরেজি মাধ্যম স্কুলে সিপিএম নেতাদের ছেলেমেয়েরা পড়েছে। কম্পিউটার ঢুকতে দেব না বলে আন্দোলন করেছিল সিপিএম।যার ফলে বাংলা তথ্যপ্রযুক্তিতে পিছিয়ে গেল। ছেলেদের রক্তমাখা ভাত ছেলেদের খাওয়ানো হয়েছিল। নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই, বানতলা জ্যোতি বসু, বুদ্ধদেবের জমানায় সন্ত্রাস, কৃষিজমি দখল সিপিএম করে গিয়েছে। বুদ্ধদেববাবু সুস্থ হোন, কিন্তু সন্ত্রাসের কথা নতুন প্রজন্মকে জানিয়ে দিতে হবে।

যদিও কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, ‘বুদ্ধদেব ভট্টাচার্যের শিরদাঁড়া সোজা, এটা আমি জানি। অসৎ হলে ভগবান বুদ্ধের সততা নিয়ে আলোচনা করতে হবে।’

 

 

Previous article“এখন অনেকটাই সুস্থ, হাত নেড়ে সাড়া দিচ্ছেন”: বুদ্ধদেবকে দেখে এসে জানালেন মুখ্যমন্ত্রী
Next articleবঙ্গে দোস্তি কেরলে কুস্তি! শিশু নির্যা.তনকাণ্ডে দক্ষিণে ‘সম্মুখ সমরে’ বাম-কংগ্রেস