Friday, November 14, 2025

অভিষেকের ‘রক্ষাকবচ’ মামলার শুনানি পিছিয়ে গেল হাইকোর্টে

Date:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisekh Banerjee) রক্ষাকবচ সংক্রান্ত মামলার শুনানি সোমবার পিছিয়ে গেল কলকাতা হাইকোর্টে(Kolkata High Court)। সোমবারের পরিবর্তে বৃহস্পতিবার এই মামলার শুনানির দিন ধার্য করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুনানি পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিচারপতি জানান, স্কুল ও পুরসভা নিয়োগ সংক্রান্ত বহু মামলা আদালতে চলছে। ইডি যতক্ষণ না লিখিতভাবে আদালতে না জানাচ্ছে, যে এই মামলার শুনানিতে তাদের কোনও আপত্তি নেই, ততক্ষণ সেই মামলা এই এজলাসে শোনা হবে না।

এদিনের শুনানিতে ইডির আইনজীবী এদিন আদালতে জানান, “আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার কোনও আপত্তি নেই। কিন্তু তারপরেও ইডির বক্তব্য লিখিত জানানো হবে।” তারপরই বিচারপতি আইনজীবীর উদ্দেশে বলেন, “ইডির থেকে জেনে জানান। প্রয়োজনে ফিরোজ এডুলজির মাধ্যমে কোর্টকে অবহিত করুন।” তারপরই বিচারপতি বলেন, “যতক্ষণ না ইডি তাদের এই নিয়ে অবস্থান স্পষ্ট করছে, ততক্ষণ কোর্টের কিছু করার নেই। বৃহস্পতিবার ইডি তাদের অবস্থান জানাবে।” সেদিন অভিষেক মামলার শুনানি দিন ঠিক করেন বিচারপতি।

প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে মামলা করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলার শুনানি নির্ধারিত হয়েছিল। কিন্তু সোমবার শুনানিতে এই মামলা শোনার ক্ষেত্রে বিচারপতি ঘোষের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপরই মামলা যায় প্রধান বিচারপতির বেঞ্চে। যদিও ইডির আপত্তি উড়িয়ে দিয়ে অভিষেকের মামলা ফের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ফিরিয়ে দেন প্রধান বিচারপতি।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version