Wednesday, August 27, 2025

“মণিপুরের সঙ্গে অন্য কোনও রাজ্যের তুলনা চলে না”: কেন্দ্রকে ধ.মক সুপ্রিম কোর্টের   

Date:

মণিপুরের (Manipur) ঘটনার সঙ্গে বাংলার (West Bengal) পাশাপাশি অন্য কোনও রাজ্যের ঘটনার কোনও তুলনা টানা চলে না। সোমবার মণিপুর নিয়ে এক মামলার শুনানি চলাকালীন এমনই মন্তব্য সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (Chief Justice DY Chandrachud)। আর দেশের সর্বোচ্চ বিচারপতির এমন মন্তব্যে মুখ পুড়ল কেন্দ্রের মোদি সরকারের (Modi Govt)। বিগত কয়েকমাস ধরে অশান্ত মণিপুর। কেন্দ্রের বিজেপি তথা উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যে অশান্তি থামানো তো দূর, রাজ্য ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি সহ একাধিক আজব দাবি বিজেপির। সোমবারই মণিপুরের দুই নির্যাতিতা মামলা দায়ের করেন দেশের শীর্ষ আদালতে। কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তাঁরা। সেই সঙ্গে দুই নির্যাতিতা ঘটনার নিরপেক্ষ তদন্তের আবেদন জানানোর পাশাপাশি মণিপুরের ঘটনায় শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত উদ্যোগ নেওয়ার আর্জিও জানান। এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে এই মামলার শুনানি হয়। আর মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, নানা রাজ্যে মহিলাদের উপর নির্যাতন চলছে ঠিকই। কিন্তু মণিপুরের মতো জাতিবিদ্বেষ অন্য কোথাও নেই। তাই অন্য কোনও রাজ্যের সঙ্গে মণিপুরের তুলনা একেবারেই চলে না।

সোমবার সুপ্রিম কোর্টে মণিপুর নিয়ে মামলার শুনানি চলাকালীন প্রয়াত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা আইনজীবী বাঁশুরি স্বরাজ (Baansuri Swaraj) সওয়াল করেন, মণিপুরের মতো বিভিন্ন রাজ্যের একই অবস্থা। কিন্তু সেখানে কেন কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এরপরই দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, গোটা দেশে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে এটা ঠিক। এটা সামাজিক বাস্তবতা। তবে অন্য রাজ্যে এমন ঘটনা ঘটছে বলে মণিপুরের ঘটনাকে কোনওভাবেই ছোট করে দেখানো যায় না। সমগ্র ঘটনাকে ‘নিন্দাজনক’ বলে মন্তব্য করেন তিনি। এরপরই আইনজীবী বাঁশুরির মন্তব্য খারিজ করে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, আমরা এমন একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি যেখানে জাতিগত হিংসার কারণে মহিলাদের উপর লাগাতার নির্যাতন চালানো হচ্ছে। এই ঘটনার সঙ্গে অন্য কোনও রাজ্যের ঘটনার কোনও তুলনা চলে না।

একদিকে মণিপুরের যে ভয়াবহ ভিডিয়ো ভাইরাল হয়েছে, তা নিয়ে কেন্দ্রের কাছে স্বতঃপ্রণোদিত জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে, সোমবারই মণিপুরের দুই নির্যাতিতা মহিলা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে সেই সমস্ত মামলার শুনানি চলছিল। সেখানেই এমন মন্তব্য করে বিচারপতিদের ধমকের মুখে পড়তে হয় আইনজীবী বাঁশুরিকে।

 

 

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version