Tuesday, May 6, 2025

ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুললেন প্রসাদ, কী বললেন তিনি?

Date:

এবার ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে ভারতীয় দল। ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম‍্যাচে হারের মুখ দেখে রাহুল দ্রাবিড়ের দল। যদিও সেই ম‍্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল রোহিত শর্মা, বিরাট কোহলিদের। ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম‍্যাচে হারতেই ভারতীয় দলকে কটাক্ষ করেন প্রসাদ।

ক‍্যারিবিয়ানদের কাছে দ্বিতীয় ম‍্যাচ হারতেই, প্রসাদ টুইট করে লেখেন,” টেস্ট ক্রিকেট বাদ দিলে ভারত ক্রিকেটের বাকি দু’টি ফর্ম‍্যাটে শেষ কয়েক বছরে খুবই সাধারণ। বাংলাদেশের বিরুদ্ধে শেষ সিরিজে হেরেছে। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে। শেষ দু’টি টি-২০ বিশ্বকাপেও খারাপ খেলেছে। না আমরা ইংল্যান্ডের মতো আকর্ষণীয় ক্রিকেট খেলছি, না পুরনো অস্ট্রেলিয়ার মতো বিধ্বংসী ক্রিকেট। আমাদের টাকা আছে, ক্ষমতা আছে, কিন্তু আমরা তা-ও সাধারণ মানের ক্রিকেটারদের নিয়ে মেতে আছি। আমরা একেবারেই চ্যাম্পিয়নের মতো খেলছি না। সব দলই জিততে চায়, ভারতও চায়। কিন্তু ওদের ব্যবহার এবং খেলার ধরনই পতনের কারণ।”

এই মুহূর্তে ক‍্যারিবিয়ান সফরে রয়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। টেস্ট সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। তবে তিন ম‍্যাচের একদিনের সিরিজে প্রথমটিতে জয়, দ্বিতীয়টিতে হারের মুখ দেখে টিম ইন্ডিয়া। সেই ম‍্যাচে দলকে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। কারণ সেই ম‍্যাচে বিশ্রাম দেওয়া হয় রোহিত-বিরাটকে।

আরও পড়ুন:প্রথম প্রস্তুতি ম‍্যাচে জয় পেল লাল-হলুদ, ইস্টবেঙ্গলের হয়ে গোল মন্দার-লালচুংনুঙ্গার

Related articles

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...
Exit mobile version