Wednesday, January 21, 2026

র.ক্ত দিতে হবে বুদ্ধদেবকে: সামান্য উন্নতি হতেই বাড়ি যাওয়ার ‘আবদার’, দেখতে গেলেন ঋতুপর্ণা

Date:

Share post:

সামান্য সুস্থ হতেই পুরনো আবদার শুরু প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharjee)। বাড়ি যেতে চান তিনি। রাখতে চাইছেন না বাইপ্যাপ, রাইলস টিউব। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম। ফলে তাঁকে রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার সন্ধেয় জানা গিয়েছে।

নিঃশ্বাসের সমস্যা থাকায় বুদ্ধদেবের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক রাখা জরুরি বলে মত চিকিৎসকদের। ফলে হিমোগ্লোবিনের মাত্রা ১০-এর কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই কারণে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এক ইউনিট রক্ত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। এদিনও তাঁকে রাইলস টিউব দিয়ে খাওয়ানো হয়েছে। সংক্রমণ মোকাবিলায় চলছে কড়া ডোজের অ্যান্টিবায়োটিক। এদিন চিকিৎসকদের সঙ্গে অল্প কথাও বলেছেন বুদ্ধদেব।আর তার বেশিরভাগটা জুড়েই ছিল বাড়ি যাওয়ার অবদার। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার সকালে তিনি নাকি বলেছেন, ”আমাকে ছেড়ে দিন, বাড়ি যাব। আমার ছোট ফ্ল্যাটেই ভাল থাকব।”

হাসপাতালে থাকাটা বরাবরই নাপসন্দ প্রাক্তন মুখ্যমন্ত্রী। অসুস্থ হলে সহজে হাসপাতালে ভর্তি হতে চান না তিনি। আর ভর্তি করানো হলেও সামান্য সুস্থ হলে বাড়ি ফিরে যেতে চান। এবারও তার ব্যতিক্রম নয়। বাড়ি যাওয়ার আবদারের পাশাপাশি, বাইপ্যাপ সাপোর্ট, রাইলস টিউব – এসবও নাকি খুলে ফেলতে চাইছেন বুদ্ধদেব।

এদিন সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, “মনটা কয়েকদিন ধরেই খারাপ লাগছিল। শুনছিলাম উনি খুব অসুস্থ। একবার ভেবেছিলাম ওনাকে দেখতেও যাব। কিন্তু শেষ দু’মাস এত ট্রাভেল করছিলাম যে যাওয়া সময়টাই পাচ্ছিলাম না। কলকাতায় এসে শুনলাম উনি অসুস্থ, হাসপাতালে আছেন। মনটা খুব খারাপ লাগছিল। তাই ভাবলাম আজকে শুটিংয়ে যাওয়ার আগে আমি প্রথমে একবার ওনাকে দেখে তারপর শুটিংয়ে যাব।” তাঁর কথায়, “আমি ওনার খুবই দ্রুত আরোগ্য কামনা করছি। উনি আমার বিয়েতেও এসেছিলেন। আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি। আশা করি উনি খুব শিগগিরিই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন।”

আরও পড়ুন- মণিপুর ইস্যুতে মুখ খুলবেন মোদি, আলোচনা এড়াতে অধিবেশনের শেষলগ্নে সময়

 

spot_img

Related articles

বাংলা ভাষার ‘ধ্রুপদী ভাষা’ সম্মানে মিথ্যাচার মোদির! পর্দাফাঁস তৃণমূলের

সরকারি অনুদান, সরকারি প্রকল্প চুরি, বাংলার সংস্কৃতি অনুরাগী প্রমাণ – কোনও প্রচেষ্টাই ভোটের বাজারে বাকি রাখেন না প্রধানমন্ত্রী...

হিরণের দ্বিতীয় বিয়ে: বাবার নাম মুছে মা-কেই ‘আসল হিরো’র তকমা দিলেন কন্যা নিয়াসা

গত সপ্তাহের মঙ্গলবার দুপুর থেকে টলিউড অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chattopadhyay) দ্বিতীয় বিয়ের ছবি ঘিরে...

কাটছে অচলাবস্থা! স্থায়ী উপাচার্য পেল রাজ্যের আরও আট বিশ্ববিদ্যালয় 

দীর্ঘদিনের উপাচার্য নিয়োগ–জট অবশেষে কাটতে চলেছে। রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে থাকায় প্রশাসনিক...

একাদশ-দ্বাদশ নিয়োগের ১৮,৯০০ জনের তালিকা: পূর্ণাঙ্গ তালিকাসহ তিন তালিকা এসএসসির

নির্ধারিত সময় মেনে এসএসসি-র একাদশ-দ্বাদশের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। তালিকায় জায়গা পেয়েছে ১৮,৯০০ জন। এর মধ্যে...