জল্পনার অবসান। মঙ্গলবার ঘোষণা হয়ে গেল এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলের। দলে রয়েছেন সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান, গুরপ্রীত সিং সান্ধু। জল্পনা ছড়িয়েছিল যে সুনীল ছেত্রীদের ছাড়াই রওনা দেবে টিম ইন্ডিয়া। কিন্তু মঙ্গলবার সব জল্পনার অবসান ঘটিয়ে সুনীল-সন্দেশ-গুরপ্রীতের নাম ঘোষণা করেন কোচ ইগর স্টিমাচ।

২০২৩ এশিয়ান গেমসে পুরুষদের ফুটবল ইভেন্টের জন্য ২২ সদস্যের একটি দল ঘোণা করা হয়েছে। সুনীলরা ছাড়াও মহেশ নওরেম সিং, জিকসন সিং, আনোয়ার আলি, আকাশ মিশ্র এবং রহিম আলি সহ জাতীয় দলের আরও বেশ কিছু সদস্যকে এই দলে রাখা হয়েছে।

একনজরে ভারতীয় দল :

গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, গুরমীত সিং, ধীরাজ সিং।

ডিফেন্ডার: সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলি, নরেন্দ্র গহলৌত, লালচুংনুঙ্গা, আকাশ মিশ্র, রোশন সিং, আশিস রাই।

মিডফিল্ডার: জিকসন সিং, সুরেশ সিং, লালেনমাওয়াইয়া রালতে, অমরজিৎ সিং কিয়াম, রাহুল কান্নোলি প্রবীণ, মহেশ সিং নাওরেম।

ফরোয়ার্ড: অনিকেত যাদব, বিক্রম প্রতাপ সিং, রোহিত দানু, শিব শক্তি নারায়ণন, রহিম আলি, সুনীল ছেত্রী।

আরও পড়ুন:ত্রিনিদাদে রোহিতদের স্বাগত জানাতে হাজির ব্র্যাভো, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের
