বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যা তথ্য! দিন্দার বিরুদ্ধে তদন্তের দাবি অরূপের

বিধানসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় অনুদান নিয়ে মিথ্যে তথ্য দিয়েছেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা(Ashok Dinda)। তিনি দাবি করেন, স্টেডিয়াম বানানোর জন্য কেন্দ্র টাকা দিয়েছিল কিন্তু সেই টাকা রাজ্য গ্রহণ করেনি। তবে অশোক দিন্দার এহেন তথ্য পুরোপুরি মিথ্যা এবং এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্তের দাবি তুললেন তার জন্য মন্ত্রী অরূপ বিশ্বাস(Anup Biswas)। শুধু তাই নয় বিজেপি(BJP) বিধায়ক যে দাবি করেছেন তার স্বপক্ষে নমি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও(Biman Banerjee)।

ঘটনা সূত্রপাত জলপাইগুড়িতে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনকে ঘিরে। জলপাইগুড়ির এই স্টেডিয়াম তৈরি করেছে রাজ্য সরকার। এবং সেটি উন্নয়নের দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ SAI। কিন্তু এই সংস্থা উন্নয়নের কোন কাজ করেনি। এর প্রেক্ষিতেই বিধানসভায় রাজ্যের বিধায়ক বলেন, “উন্নয়নের কাজ আপনারা না করতে পারলে ছেড়ে দিন আমরা করে নেব।” এখানেও মন্তব্যের পাল্টা বিজেপি বিধায়ক দিন্দা দাবি করেন, কেন্দ্র ২০০ কোটি টাকা বরাদ্দ করেছিল। ১৬টি রাজ্য টাকা পেয়েছে। এর মধ্যে বিরোধীশাসিত রাজ্যও রয়েছে। কিন্তু স্টেডিয়াম করতে হত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। তাতেই রাজ্যের আপত্তি রয়েছে। টাকা নেয়নি।

তবে এই তথ্য সম্পূর্ণ বিভ্রান্তকর বলে দাবি করে তৃণমূল। বিধানসভায় দাঁড়িয়ে অসত্য তথ্য দেওয়ার অভিযোগে অশোক দিন্দার বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তথ্য ছাড়া কোনও দাবি করা উচিত না। বিধায়কের দাবির স্বপক্ষে তথ্য জমা করার নির্দেশ দিয়েছেন তিনি।