Tuesday, November 4, 2025

রাতভর বৃষ্টিতে রেললাইনে ধস, ব্যাহত শিয়ালদহ-নৈহাটি শাখার ট্রেন চলাচল

Date:

রাতভর বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের একাধিক এলাকা। আচমকা ধস নামল শিয়ালদহ ও বিধাননগরের মাঝে রেল লাইনের পাশে। এর জেরে শিয়ালদহ-নৈহাটি শাখার ব্যাহত ট্রেন চলাচল।স্বভাবতই দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এদিকে বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতা থেকে জেলা প্রায় সব জায়গাই, ফলে রাস্তা বেরিয়ে বেশ সমস্যায় পড়তে হচ্ছে আমজনতাকে।

আরও পড়ুনঃস্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য,হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায় রক্ত দেওয়ার সিদ্ধান্ত

অন্যান্য দিনের মতোই এদিনও নির্দিষ্ট সময়ে শিয়ালদহ থেকে সমস্ত লাইনে শুরু হয় ট্রেন পরিষেবা। সাড়ে পাঁচটা নাগাদ দেখা যায় শিয়ালদহ ও বিধাননগরের মাঝে কাঁকুরগাছি রেল কেবিন এলাকায় রেল লাইনের পাশের মাটিতে ধস নামে। সঙ্গে সঙ্গে কিছুক্ষণের জন্য শিয়ালদহ-নৈহাটি অর্থাৎ মেন লাইনে বন্ধ করে দেওয়া হয় রেল চলাচল। শুরু হয় মেরামতির কাজ। অন্য লাইন দিয়ে কয়েকটি ট্রেন চালানো হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত ৫ টি ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেন চলছে, তবে তা অনেকটা দেরিতে। যার জেরে প্রবল সমস্যায় নিত্যযাত্রীরা।

কিছুদিন আগেই বারাসতে ট্রেন বিভ্রাটের জেরে নিত্য যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। বারাসতে পয়েন্ট সিগন্যাল খারাপের জন্য বনগাঁ-শিয়ালদহ রুটে আপ এবং ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজ আবার ধসের কারণে শিয়ালদহে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। ফলে সকাল থেকেই সমস্যায় পড়েছেন অফিসযাত্রীরা। একেই রাতভর নাগাড়ে বৃষ্টি, তার মধ্যে সকালে ট্রেন না পেয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version