Sunday, August 24, 2025

দেশের ৮২% সংবাদমাধ্যম বিজেপির কাছে বিক্রি হয়েছে: প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

Date:

দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে কেন্দ্রের বিজেপি সরকার। চোখের সামনে গণতন্ত্র ধ্বংস হতে দেখেও মুখ বুজে রয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলি। সংবাদমাধ্যমকে যে বিজেপি কিনে নিয়েছে এ অভিযোগ বিরোধীদের তরফে বারবার করা হয়েছে। এবার সংবাদমাধ্যমের করুণ অবস্থার ছবিটা প্রকাশ্যে এলো এক সমীক্ষায়। যেখানে বলা হয়েছে, দেশের সংবাদ মাধ্যমের ৮২ শতাংশই নিজেদের বিকিয়ে দিয়েছে বিজেপির কাছে। সমীক্ষার এই রিপোর্ট তুলে ধরে সরব হয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের তরফে টুইট করে লেখা হয়েছে, “কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় প্রকাশ্য দিবালোকে ধ্বংস হচ্ছে গণতন্ত্র। অথচ আশ্চর্যজনকভাবে কোনও হেলদোল নেই দেশের সংবাদ মাধ্যমের।” এরপরই সংবাদ মাধ্যমের বাস্তবিক অবস্থার তথ্য তুলে ধরা ‘A Lokniti-CSDS’-এর রিপোর্টের কথা উল্লেখ করে লেখা হয়েছে, “A Lokniti-CSDS রিপোর্টে ‘Media in India Trends and Patterns’ শিরোনামের এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। যেখানে বলা হচ্ছে,
দেশের ৮২ শতাংশ সংবাদ মাধ্যম অন্ধভাবে সমর্থন করছে বিজেপিকে। কারণ তাদের মধ্যে ভয়, শাসকদলকে সমর্থন না করলে প্রভাব পড়বে ব্যবসায়। 
স্বাধীনভাবে কাজ করা সাংবাদিকদের কথা তুলে ধরলে এই সংখ্যাটা দাঁড়াচ্ছে ৮৯%। 
এছাড়াও ১৬ শতাংশ ক্ষেত্রে সংবাদ সংস্থার কর্মীদের বিজেপি বিরোধী হওয়ার জন্য চাকরি ছেড়ে দিতে বলা হয়েছে।
উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা। সেক্ষেত্রে সংখ্যাটা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে ৮৮ শতাংশ। সংবাদপত্রে ৬৬ শতাংশ এবং ডিজিটাল মিডিয়াতে ৪৬ শতাংশ।
সংবাদ মাধ্যমের বেহাল ছবিটা তুলে ধরার পাশাপাশি তৃণমূলের তরফে উল্লেখ করা হয়েছে, “এটা মোটেই আশ্চর্যজনক নয় যে বিশ্ব তালিকায় সংবাদ মাধ্যমের স্বাধীনতার নিরিখে ভারতের স্থান ১৮১ টি দেশের মধ্যে গত বছরে তুলনায় ১৬ ধাপ নিচে নেমে ১৬১ তে এসে ঠেকেছে। যা পাকিস্তানের থেকেও নিচে।”

Related articles

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...

গুরু গ্রন্থসাহেব-এর প্রকাশ পর্ব: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বাংলায় সকলের অধিকার রক্ষিত হয় সবথেকে বেশি মর্যাদার সঙ্গে। সব ধর্ম, সব জাতিকে যোগ্য মর্যাদা দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version