Thursday, November 6, 2025

জোড়া গোলে ফের মেসি ম্যাজিক! নতুন জার্সিতে তিন ম্যাচে ৫ গোল

Date:

অপ্রতিরোধ্য আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার। গোলাপি জার্সি গায়ে আমেরিকার ঘরের ছেলে মেসি (Lionel Messi) সত্যিই যেন ইন্টার মায়ামির রাজপুত্র! প্রথম ম্যাচ থেকেই দলকে সাফল্যের মুখ দেখান। আর বুধবার রাতের (ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল) ম্যাচে আবার জোড়া গোল করে একাই দলকে শেষ ১৬ তে পৌঁছে দিলেন লিওনেল মেসি (Lionel Messi) ।লিগস কাপে অরল্যান্ডো সিটিকে (Orlando City) ৩-১ গোলে হারিয়ে দিল মায়ামি (Inter Miami)।

আমেরিকার ক্লাব জয়েন করার পর থেকে আরও নিখুঁত মেসির ক্লাসিক স্টাইল। নিজের স্বাভাবিক ছন্দের গোলপোস্টের সঙ্গে সখ্যতা বাড়াচ্ছেন তারকা। শুধু নিজে গোল করছেন এমনটাই নয়, গোল করাচ্ছেনও। এদিন ম্যাচ শুরুর সাত মিনিটের মধ্যে গোল করেন মেসি। বক্সের বাইরে থেকে বল ভাসিয়েছিলেন রবার্ট টেলর (Robert Taylor)। বিপক্ষের ডিফেন্ডারদের এড়িয়ে মেসি বক্সে ঢুকে বুক দিয়ে বল রিসিভ করে নিজের বাঁ পায়ের ম্যাজিকে বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি।অরল্যান্ডো অবশ্য গোল পরিশোধে দেরি করেনি। কিন্তু তাদের আনন্দ দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধে আর গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই বিপক্ষের মরিসিয়ো পেরেরার সঙ্গে ধাক্কায় মাটিতে পড়ে যান মেসি। এরপর একটু হলেও আক্রমণাত্মক দেখায় তাঁকে। নিজেদের অর্ধে বল পেয়ে বাঁ দিকে এক সতীর্থকে পাস দেন। তিনি কিছুটা এগিয়ে গিয়ে বক্সে জোসেফ মার্তিনেসের দিকে বল ভাসিয়ে দেন। জোসেফ মেসিকে পাস দিলে এবার ডান পায়ে গোল করেন মেসি। এই নিয়ে তিন ম্যাচে ৫ গোল মেসির। এবার ইন্টার মায়ামির লড়াই এফসি ডালাসের বিরুদ্ধে।

 

 

 

 

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version