Sunday, January 11, 2026

প্রকাশ্যে বিজেপির অজ্ঞতা! মোদি সরকারের দেওয়া চালকে তীব্র কটাক্ষ বিজেপি বিধায়কের

Date:

Share post:

নিজেদের সরকারের দেওয়া পুষ্টিকর চালকেই এবার ‘প্লাস্টিকের চাল’ (Plastic Rice) বলে মন্তব্য করলেন বিজেপিরই (BJP) এক বিধায়ক (MLA)! হ্যাঁ, শুনতে একটু অবাক লাগলেও এটাই সত্যি। চলতি বিধানসভার অধিবেশনে (Assembly Session) বিজেপি বিধায়ক তাপসী মন্ডল (Tapasi Mondal) এমন প্রশ্ন তোলায়, হতবাক হয়ে গেলেন সকলেই। হচকচিয়ে যান উপস্থিত বিজেপির অন্যান্য বিধাকেরাও। এমন ঘটনায় ফের সামনে এলো বিজেপির অজ্ঞতা। শিশুদের মধ্যে অপুষ্টি জনিত সমস্যা দূর করতে দেশ জুড়ে রেশনে বিশেষ পুষ্টিগুণ সম্পন্ন চাল বা ফর্টিফায়েড রাইস সরবরাহ করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রের মোদি সরকার। তার আওতায় এসেছে এই রাজ্যও। আর সেসব না জেনেই নিজেদের দেওয়া সরকারের চালকেই এবার কাঠগড়ায় তুললেন বিজেপির এই বিধায়ক। যার পাল্টা জবাব দেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।

বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়ক তাপসী মন্ডল অভিযোগ করেন রেশনে প্লাস্টিকের চাল দেওয়া হচ্ছে। জবাবে খাদ্যমন্ত্রী বলেন, প্লাস্টিকের চাল বলে কিছু হয় না। রেশনে ফর্টিফায়েড চাল দেওয়া হচ্ছে, যা সুষম পুষ্টির যোগান দেয়। খাদ্যমন্ত্রীর পরামর্শ, বিধায়ককে ‘প্লাস্টিক চালের’ ধারণা থেকে সরে এসে, পুষ্টিকর ফর্টিফায়েড চাল নিয়ে প্রচার করা উচিত। মন্ত্রী আরও জানান এই চাল সুরক্ষিত। শুধু সুরক্ষিতই নয়, ফর্টিফায়েড চাল স্বাস্থ্যকর বলেও বিশেষজ্ঞদের তরফে জানানো হয়েছে।

খাদ্য দফতর সূত্রে জানা গেছে, দেশে এই নিয়ে ফর্টিফায়েড রাইস বিতরণের চতুর্থ পর্ব চলছে। পিএম পোষণ ও চাইল্ড ডেভেলপমেন্ট স্কিমের আওতায় এই ফর্টিফায়েড চাল সরবরাহ করা হয়। ২০২২-২৩ অর্থবর্ষে অপুষ্টির সমস্যা কাটাতে দেশের ২৯১ টি জেলায় ১৭.৫ মিলিয়ন টন চাল দেওয়া হচ্ছে। দেশে যাতে অপুষ্টির সমস্যা না থাকে, তা  নিশ্চিত করতে সমস্ত সরকারি প্রকল্পের আওতায় ২০২৪ সাল পর্যন্ত এই ফর্টিফায়েড চাল সরবরাহের কথা বলা হচ্ছে। ২০২৩ থেকে ২৪ সালের মধ্যে ৩৫ মিলিয়ন টন ফর্টিফায়েড চাল সরবরাহের উদ্যোগ রয়েছে।

 

 

spot_img

Related articles

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...

রবিবার সকালে সুখবর দিলেন অদিতি, গায়িকার কোল আলো করে এল পুত্র সন্তান

রবিবার সকালে মিলল সুখবর, মা হলেন গায়িকা অদিতি মুন্সী (Aditi Munshi)। কীর্তন শিল্পী ও দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty)...

ভেনেজুয়েলার পর সিরিয়া, আকাশপথে হামলা আমেরিকার!

সিরিয়া (Syria) জুড়ে আইএসকে (IS) লক্ষ্য করে মার্কিন সেনার হামলা। মুহুর্মুহু গোলাবর্ষণ অন্তত ৩৫টি নিশানায়। মার্কিন সেন্টার কমান্ডোর...

‘আত্মহত্যার নাটক’ করেছিলেন দেবলীনা! নেটপাড়ার রোষানলে পড়তেই হাসপাতাল থেকে জবাব গায়িকার

৭৮টি ঘুমের ওষুধ খাওয়ার খবর থেকে, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে যেকোনও একটাকে বেছে নিতে না পারার জন্য...