Friday, November 7, 2025

জেলা দক্ষিণ ২৪ পরগনা। পুরোটাই গ্রামাঞ্চল অর্থাৎ পঞ্চায়েত এলাকা। দুটি থানা। খুব স্বাভাবিকভাবেই ভাঙড়ের আইন-শৃঙ্খলা দেখভালের দায়িত্বে আছে রাজ্য পুলিশ। বারুইপুর পুলিশ জেলার অধীনে দুটি থানা, ভাঙড় ও কাশীপুর। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে ভাঙড় এবার আসছে কলকাতা পুলিশের অধীনে। যা নিয়ে প্রশাসনিক মহলে চূড়ান্ত তৎপরতা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই ভাঙড় চলে আসছে লালবাজারের আওতায়। স্বাধীনতা দিবসের আগেই কলকাতা পুলিশের মানচিত্রে ঠাঁই পাবে ভাঙড়। লালবাজারে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

আরও পড়ুনঃ সাতসকালে SSC অফিসের বাইরে চাকরীপ্রার্থীদের বিক্ষো*ভ

কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, ভাঙড়ের জন্য নতুন কোনও ডিভিশন তৈরি করা হচ্ছে না। আপাতত ইস্ট ডিভিশনের অধীনেই কাজ শুরু করবে ভাঙড়। বর্তমানে কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনে সার্ভে পার্ক, পঞ্চসায়র, পূর্ব যাদবপুর, আনন্দপুর, প্রগতি ময়দান, কেএলসি – এই ছ’টি থানা রয়েছে। ভাঙড়, কাশীপুর থানা এতে যুক্ত হলে থানার সংখ্যা বেড়ে হবে ১১। কারণ, বর্তমান কেএলসি, ভাঙড় এবং কাশীপুর থানাকে ভেঙে নতুন তিনটি নতুন থানা গঠনের প্রস্তাব গিয়েছে নবান্নে।

ইতিমধ্যেই ভাঙড় অধিগ্রহণ নিয়ে ইস্ট ডিভিশনে একটি বৈঠক হয়েছে। এই বৈঠকে ভাঙড়ের এলাকা অধিগ্রহণের জন্য কী কী পরিকাঠামো প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে অধিগৃহীত ভাঙড়ে যে সব পুলিশ কর্মী ও অফিসারকে বদলি করা হবে সেই তালিকা চূড়ান্ত করার কাজ চলছে লালবাজারে সেন্ট্রাল রিজার্ভ অফিসে।

অন্যদিকে, ডিসি (ট্রাফিক সাউথ) এর অধীনে ভাঙড়ের জন্য আপাতত একটি নতুন ট্রাফিক গার্ড গড়তে চলেছে কলকাতা পুলিশ। এই নতুন ট্রাফিক গার্ডের জন্য জমি দেখা হয়েছে বানতলা লেদার কমপ্লেক্সের পাশে।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version