Saturday, August 23, 2025

জেলা দক্ষিণ ২৪ পরগনা। পুরোটাই গ্রামাঞ্চল অর্থাৎ পঞ্চায়েত এলাকা। দুটি থানা। খুব স্বাভাবিকভাবেই ভাঙড়ের আইন-শৃঙ্খলা দেখভালের দায়িত্বে আছে রাজ্য পুলিশ। বারুইপুর পুলিশ জেলার অধীনে দুটি থানা, ভাঙড় ও কাশীপুর। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে ভাঙড় এবার আসছে কলকাতা পুলিশের অধীনে। যা নিয়ে প্রশাসনিক মহলে চূড়ান্ত তৎপরতা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই ভাঙড় চলে আসছে লালবাজারের আওতায়। স্বাধীনতা দিবসের আগেই কলকাতা পুলিশের মানচিত্রে ঠাঁই পাবে ভাঙড়। লালবাজারে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

আরও পড়ুনঃ সাতসকালে SSC অফিসের বাইরে চাকরীপ্রার্থীদের বিক্ষো*ভ

কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, ভাঙড়ের জন্য নতুন কোনও ডিভিশন তৈরি করা হচ্ছে না। আপাতত ইস্ট ডিভিশনের অধীনেই কাজ শুরু করবে ভাঙড়। বর্তমানে কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনে সার্ভে পার্ক, পঞ্চসায়র, পূর্ব যাদবপুর, আনন্দপুর, প্রগতি ময়দান, কেএলসি – এই ছ’টি থানা রয়েছে। ভাঙড়, কাশীপুর থানা এতে যুক্ত হলে থানার সংখ্যা বেড়ে হবে ১১। কারণ, বর্তমান কেএলসি, ভাঙড় এবং কাশীপুর থানাকে ভেঙে নতুন তিনটি নতুন থানা গঠনের প্রস্তাব গিয়েছে নবান্নে।

ইতিমধ্যেই ভাঙড় অধিগ্রহণ নিয়ে ইস্ট ডিভিশনে একটি বৈঠক হয়েছে। এই বৈঠকে ভাঙড়ের এলাকা অধিগ্রহণের জন্য কী কী পরিকাঠামো প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে অধিগৃহীত ভাঙড়ে যে সব পুলিশ কর্মী ও অফিসারকে বদলি করা হবে সেই তালিকা চূড়ান্ত করার কাজ চলছে লালবাজারে সেন্ট্রাল রিজার্ভ অফিসে।

অন্যদিকে, ডিসি (ট্রাফিক সাউথ) এর অধীনে ভাঙড়ের জন্য আপাতত একটি নতুন ট্রাফিক গার্ড গড়তে চলেছে কলকাতা পুলিশ। এই নতুন ট্রাফিক গার্ডের জন্য জমি দেখা হয়েছে বানতলা লেদার কমপ্লেক্সের পাশে।

Related articles

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...
Exit mobile version