নকআউট পর্বে যেতে হলে জামাইকার বিরুদ্ধে জিততেই হবে এমন সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল। কিন্তু শেষ রক্ষা হল না। জামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে হল ব্রাজিলকে। ৭৩ শতাংশ বলের দখল রেখে একের পর এক আক্রমণে গিয়েও ১৭ বার প্রতিপক্ষের গোল লক্ষ্য করে শট নিয়েও কাজের কাজ করতে পারলেন না ব্রাজিলের ফুটবলাররা। চোখের জলেই বিশ্বকাপ অভিযান শেষ করতে হল পেলের দেশের মহিলা ফুটবলারদের। ব্রাজিল না পারলেও শেষ ম্যাচে পানামাকে ৬-৩ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিল ফ্রান্স।
আসলে ব্রাজিলের সঙ্গে ড্র করলেই পরের পর্বে পৌঁছনো যাবে এটা জানতে পেরে নিজেদের রক্ষণকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছিল জামাইকার মেয়েরা। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পরে দ্বিতীয়ার্ধের শুরু থেকে ঝাঁপায় ব্রাজিলের মেয়েরা। কিন্তু জামাইকার রক্ষণ প্রাচীরে এসে বার বার প্রতিহত হয় সেই আক্রমণ। ৮১ মিনিটে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলারদের একজন মার্তাকে তুলে নিয়েছিলেন ব্রাজিল কোচ। একই সঙ্গে তিন খেলোয়াড়কে পরিবর্তন করে আক্রমণে ঝাঁজ বাড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কাজের কাজ হয়নি। শেষ পর্যন্ত গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচ।